আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হবেন সাকিব, ভবিষ্যদ্বাণী নেহরার

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2021-02-17T23:10:59+06:00
আপডেট হয়েছে - 2021-02-17T23:10:59+06:00
ভারতের সাবেক পেসার আশিস নেহরা মনে করেন, আইপিএলের এবারের নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় হবেন সাকিব আল হাসান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের সাকিবকে কেনার জন্য ইতোমধ্যে আগ্রহী একাধিক দল।

নিষেধাজ্ঞার কারণে আইপিএলের সর্বশেষ আসরে খেলা হয়নি সাকিবের। ২০১৯ বিশ্বকাপের অতিমানবীয় পারফরম্যান্সের পর এবারই প্রথম আইপিএলে যাচ্ছেন। নিলামে ১১ ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি, যা সাকিবেরও।
তবে নেহরা মনে করেন, দর কষাকষির পর সাকিবের দামই হবে সবচেয়ে বেশি।
স্টার স্পোর্টসকে তিনি বলেন-
'আবারো আইপিএলের নিলাম, আরও কিছু বড় নাম, তবে একটি নাম হয়ত শীর্ষে থাকবে... হয়ত সে-ই হবে এবারের নিলামের সবচেয়ে দামি খেলোয়াড়- সে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।'
নেহরা বলেন, 'সে যেকোনো দলকে ভারসাম্য এনে দিতে পারে।' তার মতে, এবারো চড়া দাম উঠতে পারে গ্লেন ম্যাক্সওয়েলের। যদিও গত আসরে ম্লান ছিলেন তিনি।
সাকিব ছাড়াও বাংলাদেশ থেকে আইপিএলের নিলামে স্থান পেয়েছেন মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও
। এদের মধ্যে মুস্তাফিজ ১ কোটি, রিয়াদ ৭৫ লাখ এবং সাইফউদ্দিন ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ১৪তম আসরের নিলাম। নিলামের পুরো আয়োজন হবে চেন্নাইয়ে, যা শুরু হবে স্থানীয় সময় দুপুর ৩টায়। নিলামে নাম লেখানো ক্রিকেটারদের বড় অংশই অবশ্য দল পাবেন না। যদি প্রতি দলে ২৫ জন করে ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজানো হয়, তাহলে নিলাম থেকে দল পাবেন ৬১ জন ক্রিকেটার।