আঙুলের চোটে সিরিজ শেষ বাভুমার

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2021-09-03T17:29:33+06:00
আপডেট হয়েছে - 2021-09-04T13:30:01+06:00
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার পরিবর্তে সিরিজের বাকি ম্যাচগুলোতে দলকে নেতৃত্ব দিবেন কেশব মহারাজ।
[caption id="attachment_169803" align="aligncenter" width="612"]

ইনজুরির কারণে সিরিজ থেকেই ছিটকে গেলেন বাভুমা। ছবিঃ গেটি
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
শ্রীলঙ্কার দেওয়া ৩০১ রানের লক্ষ্যে ব্যাটিং করছিলেন এইডেন মার্করাম ও প্রোটিয়া অধিনায়ক বাভুমা। দু’জনের ব্যাটিং প্রথম ওয়ানডেতে সফরকারীদের বেশ ভালো কিছুর আশ্বাস দিচ্ছিল। তবে বিপত্তি বাঁধে ইনিংসের ২৬তম ওভারে। লঙ্কানদের ক্লোজ-ইন পজিশনে থাকা ফিল্ডারের থ্রো করা বল এড়িয়ে যেতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে আঘাত লাগে বাভুমার।
আঙুলে লাগার দুই ওভার পর ব্যথা নিয়ে মাঠ ছাড়েন বাভুমা। পরবর্তীতে স্ক্যান করানো হলে তাঁকে দ্রুতই দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়। অবশেষে আজ জানা গেল ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো খেলা হবে না তার।
বাভুমার অনুপস্থিতে সিরিজের বাকি দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিবেন স্পিনার কেশব মহারাজ। প্রোটিয়ার জার্সি গায়ে সর্বমোট ১২টি ম্যাচ খেলেছেন এই স্পিনার। আপাতত ওয়ানডেতে মহারাজের কাঁধে নেতৃত্ব তুলে দিলেও টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিবেন কে তা পরবর্তীতে বৈঠকে বসেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট।
প্রথম ম্যাচে মার্করাম-বাভুমার শতরানের জুটিও দক্ষিণ আফ্রিকার পরাজয় ঠেকাতে পারেনি। শেষ পর্যন্ত স্বাগতিকদের কাছে ১৪ রানে হারতে হয় প্রোটিয়াদের। সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থেকে, ৯৬ করে আউট হন মার্করাম। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে শনিবার।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।