আবারো সাইফউদ্দিনের দুর্দান্ত ‘ফিনিশিং’

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-04-28T13:24:41+06:00
আপডেট হয়েছে - 2022-04-28T13:31:07+06:00
বিকেএসপির সাভারে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন আবাহনী লিমিটেডের পেস অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাঁর দুর্দান্ত ফিনিশিংয়ে স্কোরবোর্ডে ২৭৫ রান তুলেছে আবাহনী।
[caption id="attachment_196413" align="aligncenter" width="906"]

। ফাইল ছবি[/caption]
মিরপুরে আগের ম্যাচে শেখ জামাল ধানমণ্ডির বিপক্ষেও শেষদিকে নেমে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন। ওইদিন খেলেছিলেন ৪৪ রানের অপরাজিত ইনিংস। এমনকি তারও আগের ম্যাচে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন সাইফউদ্দিন।
ডিপিএলের শেষ ম্যাচেও সেটি বজায় রেখেছেন এই পেস অল-রাউন্ডার। ৩৯ বলে ফিফটি হাঁকানোর পর ওভারের শেষ দুই বলে দুই ছয় হাঁকিয়ে ৪১ বলে ৬২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সাইফউদ্দিন।
তাঁর ইনিংসে ছিল দুটি চার ও পাঁচটি ছয়। ব্যাটিং করেন ১৫১.২২ স্ট্রাইক রেটে। সাইফউদ্দিন বাদেও ব্যাট হাতে এ ম্যাচে সফল ছিলেন আফিফ। ইনিংসের শুরুটা ভালো করেন নাঈম শেখ। যদিও
ডাক মেরেই আউট হন।
তবে নাঈম শেখ এদিন ব্যতিক্রম ছিলেন। আট চারে ১৫০ স্ট্রাইক রেটে ২৬ বলে ৩৬ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়াও ফিফটি হাঁকান আফিফ। নিজের ওই ফিফটিকে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন এ বাঁহাতি ব্যাটার।
তবে ৯১ বলে ৭৮ রানেই গনির বলে সাজঘরে ফিরেন আফিফ। এছাড়াও জাকের আলী ৮০ বলে ৪৮ রানের মন্থর ইনিংস খেলেন। এদিন আবাহনীর একাদশে ছিলেন না লিটন কুমার দাস। সাইফউদ্দিনের সঙ্গে শেষদিকে ৩৫ বলে ২৬ রানের ইনিংস খেলেছেন পেসার সাকিব।
সাইফউদ্দিন ও সাকিবের দুর্দান্ত ফিনিশিংয়ে ৯ উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে আবাহনী। রূপগঞ্জ টাইগার্সের হয়ে তিনটি উইকেট নেন গনি ও তারেক এবং দুটি নেন নাসুম।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।