আরিফুলের টানা দ্বিতীয় শতকের পরও হারল বাংলাদেশ

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-02-04T09:29:09+06:00
আপডেট হয়েছে - 2022-02-04T09:29:09+06:00
গত যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল এবারের আসরে দেখাল ভরাডুবি। একেরপর এক ব্যর্থতায় জুনিয়র টাইগাররা এবার অষ্টম হলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেটে হারের দিনে বিশ্বকাপে টানা দ্বিতীয় শতক হাঁকিয়েছেন বাংলাদেশের আরিফুল ইসলাম।
[caption id="attachment_190814" align="aligncenter" width="745"]

ম্যাচসেরা ডেওয়াল্ড ব্রেভিসের উইকেট নেন রিপন মন্ডল[/caption]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।,
ও
ের বিপক্ষে চরম ব্যাটিং ব্যর্থতা প্রদর্শন করার পর টস জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে এসে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় যুবারা। মাহফিজুল ইসলাম রবিন ও প্রান্তিক নওরোজ নাবিল যোগ করেন ৫৭ রান। ৩১ বলে ২৯ রান করে আউট হন রবিন। আইচ মোল্লা ১৫ বলে ১ রান করে বিদায় নেন।
নাবিলের সাথে ক্রিজে যোগ দেন আরিফুল ইসলাম। মাত্র ১৫ রানের জুটি গড়েই বিদায় নেন নাবিল। তিনি করেন ৫১ বলে ৩৮ রান। ৩২ বলে ৩৬ রানের ইনিংস খেলার পথে চতুর্থ উইকেটে আরিফুলের সাথে ৫৫ রানের জুটি গড়েন সাজঘরে ফেরেন মোহাম্মদ ফাহিম। পঞ্চম উইকেটে বড় জুটি পায় বাংলাদেশ।
আরিফুলের সাথে ১১৭ রানের জুটি গড়েন মেহেরব হোসেন অহিন। মেহেরব আউট হলে ভেঙে যায় এই জুটি। ৪৭ বলে ৩৬ রান করেন তিনি। এরপর আর কেউ আরিফুলকে সঙ্গ দিতে পারেননি। তবে তিনি ঠিকই তিন অঙ্ক স্পর্শ করেন। বিশ্বকাপে বাংলাদেশের শেষ দুই ম্যাচে টানা দুইটি শতক হাঁকালেন আরিফুল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৩ বলে ১০২ রান করে ক্যাচ আউট হন। আরিফুলের ইনিংসে ছিল নয়টি চার ও তিনটি ছক্কা। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৮ উইকেটে ২৯৩ রান।
[caption id="attachment_190813" align="aligncenter" width="650"]

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরিফুলের শতক উদযাপন[/caption]
জবাবে বোলিংয়েও বেশ ভালো শুরু করেছিল বাংলাদেশ, তবে জুনিয়র টাইগাররা সেটি ধরে রাখতে ব্যর্থ হন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ম্যাচ বের করে এনে ইতোমধ্যে তারকা বনে যাওয়া ডেওয়াল্ড ব্রেভিস। ওপেনার রোনান হারমানের ৪৬ রান ছাড়া টপ ও মিডল অর্ডারে ব্রেভিস ব্যতীত আর কেউ বলার মতো রান পাননি। ১৭৬ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা।
ষষ্ঠ উইকেটে ম্যাথু বোস্টের সাথে ৭৪ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফিরিয়ে আনেন ব্রেভিস। ২২ বলে ৪১ রানের টর্নেডো ইনিংস খেলেন বোস্ট। শতক হাঁকান ব্রেভিস। তবে তারা দুইজনই আউট হয়ে গেলে আবার আশা দেখে বাংলাদেশ। সে আশা শেষ পর্যন্ত রঙিন হয়নি। ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় জুনিয়র প্রোটিয়ারা, পায় ২ উইকেটের জয়।
বাংলাদেশের পক্ষে দুইটি করে উইকেট পান রিপন মন্ডল, মুশফিক হাসান ও মেহেরব। ১৩০ বলে ১৩৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন ব্রেভিস।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল
২৯৩/৮ (৫০ ওভার)
আরিফুল ১০২, নাবিল ৩৮, ফাহিম ৩৬, মেহেরব ৩৬, রবিন ২৯;
মাপহাকা ৩/৫৫, অ্যাল্ডার ২/৩৯।
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দল
২৯৮/৮ (৪৮.৫ ওভার)
ব্রেভিস ১৩৮, রোনান ৪৬, বোস্ট ৪১;
মেহেরব ২/৪৮, মুশফিক ২/৫২, রিপন ২/৬২।
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দল ২ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।