"আরেক ওভার করলে তো ম্যাচ ওখানেই শেষ!"

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-05-29T01:55:23+06:00
আপডেট হয়েছে - 2018-05-29T11:36:16+06:00
রোববার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর এগারতম আসরের ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে শিরোপাস্বপ্ন শেষ হয়ে গেছে সানরাইজার্স হায়দরাবাদের। 'তীরে এসে তরী ডুবা'র এই ফাইনাল ম্যাচে
ি ক্রিকেটার
করেছিলেন মাত্র এক ওভার।
[caption id="attachment_48514" align="aligncenter" width="640"]

সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
[/caption]
স্পেশালিস্ট বোলার হওয়া সত্ত্বেও সাকিবকে দিয়ে মাত্র এক ওভার বল করানোয় হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসনের অধিনায়কত্ব-জ্ঞান নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। তবে এই প্রসঙ্গটিকে রসিকতায় উড়িয়ে দিয়েছেন সাকিব।
দেশে ফিরে সোমবার
রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে
অংশ নিয়ে কথাপ্রসঙ্গে সাকিব বলেন,
'এক ওভারেই যে মার (১৫ রান) খেয়েছি
,
আরেক ওভার করলে তো ম্যাচ ওখানেই শেষ!
'
আইপিএলে এবারই প্রথম কলকাতা নাইট রাইডার্স ছাড়া অন্য কোনো দলে খেললেন সাকিব। কেমন ছিল নতুন দলের হয়ে আইপিএল যাত্রা? সাকিব বলেন,
‘
আইপিএলে প্রতিবারই নতুন নতুন কিছু শিখতে পারি। কেকেআরে যখন সাত বছর ছিলাম ভালো অভিজ্ঞতা হলো।'
কলকাতার লোকজন কথা বলেন বাংলায়, জাতিসত্তায়ও তারা বাঙালি। তাই সেখানে পেতেন একটু বেশিই সুবিধা; অনেকটা নিজ ভূমের মতো। সাকিব বলেন,
'যেহেতু কলকাতাতে একই ভাষা
,
প্রায় একই সংস্কৃতি। বাংলাদেশ থেকে অনেকে খেলা দেখতে যেত। আমার কাছে কখনো মনে হয়নি বাংলাদেশের বাইরে আছি।'
তবে হায়দরাবাদ অনেক দূরে হলেও সাকিবকে করেছে মুগ্ধ। এই অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলের হয়েই এবার প্রথমবারের মতো আসরের সবগুলো ম্যাচ খেললেন সাকিব, এমনকি দলের সাফল্যেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সাকিবের ভাষ্য,
'হায়দরাবাদ অনেক দূরে। তবে পরিবেশটা অনেক ভালো। প্রথমবারের মতো আইপিএলে সবগুলো ম্যাচ খেললাম। খুব ভালো অভিজ্ঞতা ছিল।'
দলে অবদান রাখতে পেরে যারপরনাই খুশি বাংলাদেশ দলের টি-২০ অধিনায়ক। সপ্তাহখানেক পরই
ের দেরাদুনে শুরু হবে আফগানদের বিপক্ষে টি-২০ সিরিজ, যেখানে ভালো করার প্রত্যয় সাকিবের কণ্ঠে,
'দলে অবদান রাখতে পেরে আমি খুশি। চেষ্টা থাকবে এই অভিজ্ঞতা সামনে আফগানিস্তান সিরিজে কাজে লাগাতে পারি।
’
আরও পড়ুনঃ গলে ফিক্সিং: বহিষ্কার হলেন কিউরেটর