এমন নখদন্তহীন পারফরম্যান্স মানতে পারছেন না ডমিঙ্গো

প্রকাশিত হয়েছে - 2022-03-06T01:29:09+06:00
আপডেট হয়েছে - 2022-03-06T01:29:09+06:00
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পাওয়া টাইগাররা দ্বিতীয় ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি। এমন নির্বিষ পারফরম্যান্স মানতে পারছেন না বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
[caption id="attachment_193886" align="aligncenter" width="841"]

শেষ টি-টোয়েন্টিতে ছেলেদের এমন পারফরম্যান্সে বেজায় হতাশ রাসেল ডমিঙ্গো।[/caption]
টি-টোয়েন্টি সিরিজ শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে ডমিঙ্গো অকপটে স্বীকার করেছেন, দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোনো বিভাগেই ভালো করতে পারেনি দল। ৮ উইকেটের পরাজয়ের দিনে ছেলেদের পারফরম্যান্সে বেজায় নাখোশ প্রধান কোচ।
তিনি বলেন,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।'আমরা ভালো ব্যাটিং করিনি, বোলিং করিনি, এমনকি ফিল্ডিংও ভালো করিনি। আমরা অনেক ভুল করেছি। আমরা টি-টোয়েন্টি সিরিজটি জিততে মরিয়া ছিলাম। তাই আজকের পারফরম্যান্সে আমি খুবই হতাশ। খুব হতাশাজনক পারফরম্যান্স ছিল। আগের ম্যাচগুলোতে ইতিবাচক অনেক কিছু থাকলেও আজ কিছু নেই।'
আগের ম্যাচের মত এদিনও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। একসময় স্কোরবোর্ডে ৪ উইকেটে ১০৪ রান ছিল। সেই অবস্থা থেকে অন্তত ১৩৫ রান বোর্ডে প্রয়োজন ছিল, মনে করেন ডমিঙ্গো। অথচ বাংলাদেশ দল টেনেটুনে করতে পেরেছে ১১৫ রান।
ডমিঙ্গো বলেন,
'পিচ ব্যাটিংয়ের জন্য এত ভালো ছিল না। ১৩৫ রান করলেও ম্যাচে থাকতাম। আমরা জানি মিরপুরে ব্যাটিং করা কঠিন। কিন্তু ব্যাটারদের মানিয়ে নিতে হবে। ১১৫ মোটেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। গুরুত্বপূর্ণ সময়ে ছেলেরা বাজে সিদ্ধান্ত নিয়েছে। বড় দলের সাথে এমন ভুল করা যায় না।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।