██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

কলম্বো টেস্ট: আরো দুইটি শতকের অপেক্ষায় নিউজিল্যান্ড

কলম্বো টেস্ট: আরো দুইটি শতকের অপেক্ষায় নিউজিল্যান্ড

প্রকাশিত হয়েছে - 2019-08-25T18:40:44+06:00

আপডেট হয়েছে - 2019-08-25T18:46:03+06:00

কলম্বো টেস্টের তৃতীয় দিনে শতক হাঁকিয়ে ধনাঞ্জয়া ডি সিলভার শতকের জবাব দিয়েছিলেন টম লাথাম। চতুর্থ দিন শেষ আরও দুইটি শতকের অপেক্ষা নিয়ে রাত কাটাবে কিউইরা। লাথামের দেড় শতাধিক রানের পর কলিন ডি গ্রান্ডহোম ও বিজে ওয়াটলিংয়ের ব্যাটে দিনশেষে ১৩৮ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড।
লাথাম ১১১ ও ওয়াটলিং ২৫ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিং করতে নেমেছিলেন। বৃষ্টির বাধায় প্রথম সেশনে বল মাঠে গড়াতে পারেনি। আবহাওয়া অনুকূলে আসার পর মাঠে নেমে নির্বিঘ্নে শুরু করেন দুইজন। পঞ্চম উইকেটে তারা দাঁড় করান ১৪৩ রানে জুটি।
দিলরুয়ান পেরেরার বলে আউট হওয়ার আগে লাথাম খেলেন দেড় শতাধিক (১৫৪) রানের ইনিংস। এই ওপেনারের ২৫১ বলের ইনিংসটিতে ছিল ১৫টি চারের মার। তারপর দলকে সাবলিলভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন ওয়াটলিং ও গ্রান্ডহোম। ৫ উইকেটের বিনিময়ে ৩৮২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছেন তারা। ওয়াটলিং ২০৮ বলে ৮১ রানের এক ধৈর্যশীল ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। দিনব্যাপী তার এই ইনিংসে চারের মার ছিল মাত্র ৪টি।
বিপরীত চিত্র দেখা গেছে গ্রান্ডহোমের ব্যাটে। ৪৫ বলে অর্ধশতক হাঁকান এই ব্যাটিং অলরাউন্ডার। ৭৫ বলে অপরাজিত ৮৩ রান নিয়ে দিন শেষ করেছেন তিনি। এই ডানহাতি ব্যাটসম্যানের ইনিংসটি সাজান ৫টি করে চার ও ছয়ে। স্বাগতিকদের হয়ে ৩টি উইকেট শিকার করেছেন দিলরুয়ান পেরেরা। ম্যাচ যেভাবে এগোচ্ছে তাতে ড্র হওয়ার সম্ভাবনায় বেশি!
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা (১ম ইনিংস) ২৪৪/১০
নিউজিল্যান্ড (১ম ইনিংস) ৩৮২/৫
লাথাম ১৫৪, গ্রান্ডহোম ৮৩*, ওয়াটলিং ৮১* পেরেরা ৩/১১৪।
চতুর্থ দিন শেষে ১৩৮ রানে এগিয়ে নিউজিল্যান্ড।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.