কেন ক্যাচ মিস করছি জানলে তো আর মিস করতাম না : ডমিঙ্গো

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-03-06T02:05:52+06:00
আপডেট হয়েছে - 2022-03-06T02:05:52+06:00
ক্যাচ ফসকে যাওয়া যেন হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেটের বিষফোঁড়া। ফরম্যাট যেটিই হোক- ক্যাচ হাতছাড়ার এই ত্রুটি দূর হচ্ছে না কোনোমতেই। ক্যাচ ধরতে শিষ্যদের এমন ভুল বিশ্বাস হচ্ছে না খোদ প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর।

ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশের হারের অন্যতম বড় কারণ ক্যাচ হাতছাড়া। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো স্পষ্টত হতাশা আর বিস্ময় প্রকাশ করলেন দলের ফিল্ডিং নিয়ে।
কেন এত ক্যাচ হাতছাড়া হচ্ছে, তা বুঝতে পারছেন না ডমিঙ্গো। তিনি বলেন,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।'গত পাঁচ ম্যাচে আমরা নয়টি ক্যাচ ছেড়েছি। যদি জানতাম কেন এমন হচ্ছে, তাহলে তো আর ক্যাচ ছাড়তাম না। এটা হতে পারে মনোযোগের কারণে, আত্মবিশ্বাসের ঘাটতির কারণে কিংবা চাপের কারণে- আমি শতভাগ নিশ্চিত নই। আমাদের নিশ্চিত অক্রতে হবে আমরা উন্নতি করছি।'
ফিল্ডিংয়ে উন্নতির জন্য অনুশীলনে চেষ্টার কমতি থাকে না। তবে দিনশেষে মাঠে ভালো করাই মুখ্য। ডমিঙ্গোর ভাষায়,
'আমরা ফিল্ডিংয়ে অনেক বেশি ভুল করছি এবং এর মাশুল গুনতে হবে। বিশ্বকাপে মাশুল গুনেছি, আজ গুনেছি, টেস্টেও মাশুল গুনেছি। অনেক বেশি ক্যাচ হাতছাড়া হচ্ছে। প্র্যাকটিসে হয়ত ড্রিল করাই যায়, কিন্তু ম্যাচে তো খেলোয়াড়দের প্রয়োগ করতে হবে।'
'ছেলেদের আরও ভালো করতে হবে। সেরা খেলোয়াড়রাই দলে খেলছে। আমাদের নিশ্চিত করতে হবে- তারা রান করছে এবং ক্যাচ লুফে নিচ্ছে। পাঁচ ম্যাচে নয় ক্যাচ হাতছাড়া করা চিন্তাও করা যায় না। এটা নিয়ে চিন্তা করলে বিশ্বাসই হয় না।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।