কোচিং স্টাফে পরিবর্তনের আভাস দিলেন পাপন

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2021-02-14T19:41:18+06:00
আপডেট হয়েছে - 2021-02-14T19:42:02+06:00
ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর কোচিং স্টাফ পাল্টানোর আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ক্যারিবীয়দের বিপক্ষে হোম সিরিজে দুটি টেস্টেই হেরেছে বাংলাদেশ। ৫ ম্যাচ খেলার পরও টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কোনো পয়েন্ট নেই। দলের এমন পারফরম্যান্সে ক্ষিপ্ত বিসিবি সভাপতি। কোচিং স্টাফ দলের পারফরম্যান্সের উন্নতিতে ভূমিকা রাখছে কি না- এমন প্রশ্নও তুলেছেন তিনি।
পাপন বলেন,
'এভাবে তো চলতে দেওয়া যাবে না। কিন্তু হঠাৎ করে এখনই পরিবর্তন আসবে তা না। অবশ্যই এখন সময় এসেছে এগুলো দেখার। এরকম আগে কখনো হয়নি। অনেক খেলা হয়েছে, হারতে পারি, হারা নিয়ে কথা না। কিন্তু একটা দল আসবে, আমরা ইনিংস ঘোষণা করে দিব, আড়াইশ হলে যথেষ্ট ভেবে নিব আর ৩৯৫ রানও ঠেকাতে পারব না! পঞ্চম দিনে ডাবল সেঞ্চুরি করে ফেলবে- এগুলো তো মেনে নেওয়ার মত না! আমরা খারাপ বোলিং করেছি, এতে কোনো সন্দেহ নেই।'
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।'ঢাকা টেস্টের কথাই যদি বলেন, এখানে যে ব্যাটিং করেছি, এটাও তো মেনে নেওয়ার মত না। ভালো বলে আউট হলে তো কেউ কিছু বলছে না। এপ্রোচ দেখেন, মনেই হয় না টেস্ট খেলতে এসেছে। সেট হওয়ার পর একটা ব্যাটসম্যানের কাছ থেকে আশা করতেই পারে খেলা এখন নিয়ন্ত্রণে। যে-ই সেট হয় তখনই আউট হয়ে চলে আসে।'
কোচিং স্টাফের উপর ক্ষোভ প্রকাশ করে বিসিবি সভাপতি বলেন,
'এই জিনিসগুলা দেখবে কে? অবশ্যই কোচিং স্টাফ যারা আছে তাদের কথা বলা উচিত ছিল। আজকে খেলার আগে প্রথম ইনিংসের পর টিম মিটিংয়ে কী আলাপ হয়েছে? আদৌ টিম মিটিং হয়েছে কি না! এটা আমার জানতে হবে।'
ঢাকা টেস্টের পর নতুন করে প্রশ্ন উঠেছে
ের নেতৃত্ব নিয়ে। পরিবর্তন কি কোচিং প্যানেলে আসবে, নাকি অধিনায়কত্বে- এমন প্রশ্নের জবাবে পাপন বলেন,
'সময় আসবে, তখন আপনারা সব জানতে পারবেন। আমাকে আগে জানতে হবে কী হয়েছে, ভেতরে কী চলছিল।'