জিতলে এত কথা হত না, দাবি মুমিনুলের

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2021-02-15T01:01:16+06:00
আপডেট হয়েছে - 2021-02-15T01:01:16+06:00
চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও জয়ের আভাস দিয়ে হেরে গেছে বাংলাদেশ। এমন পরাজয়ের পর ময়নাতদন্ত হচ্ছে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে, বের হচ্ছে অনেক ভুলত্রুটি। তবে দল জিতলে এসব সূক্ষ্ম ভুল নিয়ে আলোচনা হত না বলে দাবি অধিনায়ক মুমিনুল হকের।

অধিনায়ক হিসেবে এবারই প্রথম দেশের মাটিতে হোয়াটওয়াশ হলেন মুমিনুল। নেতৃত্ব দিলে যেমনি সাফল্যের ভাগীদার হন বেশি, তেমনি ব্যর্থতার দায়ভারও বর্তাচ্ছে তার উপর। অনেকের মতে, মুমিনুল অধিনায়ক হিসেবে আরেকটু বিচক্ষণ হলে দুই ম্যাচেই জয় পেতে পারত বাংলাদেশ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে মুমিনুলকে ফের উত্তর দিতে হয় একাদশে সৌম্য সরকারের অন্তর্ভুক্তি নিয়ে। এ সময় মুমিনুল জানালেন, বাংলাদেশ জিতে গেলে এত প্রশ্ন উঠত না।
মুমিনুল বলেন,
'আগেও বলেছি, সাকিব ভাই চলে যাওয়াতে আমাদের দলের সমন্বয় একটু ওলটপালট হয়ে গিয়েছিল। আমার একজন মিডিয়াম পেসার যিনি ব্যাটিংও করেন, এমন কাউকে দরকার ছিল। আর সৌম্য অভিজ্ঞও ছিল। সম্প্রতি ওয়ানডেও খেলেছে। কিন্তু আপনি যখন হারবেন তখন অবশ্যই চোখ পড়বে। যদি জিতলাম হয়তো...(হাসি)।'
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
মুমিনুলের দাবি,
না থাকলে দলের কম্বিনেশন সাজানো কঠিন হয়ে পড়ে। চোটের কারণে সাকিব ছিলেন না চট্টগ্রাম টেস্টের অর্ধেক অংশে, ঢাকা টেস্টে তো দলের সাথেই ছিলেন না।
মুমিনুলের ভাষায়,
'সাকিব ভাই না থাকলে সঠিক সমন্বয় গড়া একটু কঠিন হয়। আমি আগেই বলেছি, দল হারলে অনেক কিছুরই কমতি মনে হয়। জিম্বাবুয়ের সঙ্গে যখন আমরা জিতেছিলাম তখন এতো কিছু বের হয়নি।'