টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান হালচাল

প্রকাশিত হয়েছে - 2019-08-27T15:39:25+06:00
আপডেট হয়েছে - 2019-08-28T10:09:15+06:00
টি-টোয়েন্টির যুগে টেস্ট ক্রিকেটের হারানো জৌলুস আবারো ফিরিয়ে আনতে শুরু হওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০১৯-২১ প্রথম মাসেই ক্রিকেটপ্রেমীদের বেশকিছু রোমাঞ্চ উপহার দিয়েছে। স্টিভ স্মিথের জোড়া শতক, বেন স্টোকসের অবিশ্বাস্য ইনিংস কিংবা ভারত-নিউজিল্যান্ডের দুর্দান্ত বোলিং জমিয়ে তুলেছে এই লড়াই।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজ দিয়ে পর্দা উঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের। প্রথম দিনের প্রথম ভাগে ঝলক দেখায় ইংলিশ বোলাররা। তবে বাকি সময়টুকু ছিল স্টিভ স্মিথময়। প্রায় দেড় বছর পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরেই শতরাবনের দেখা পান তিনি। একই টেস্টে দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত শতক হাঁকান এই অজি তারকা। টুর্নামেন্টের প্রথম দল হিসাবে জয় পায় তার দল অস্ট্রেলিয়াও।




এরপর একেএকে মাঠে নেমেছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সবগুলো সিরিজের প্রথম ম্যাচেই ফল এসেছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় দিয়ে শ্রীলঙ্কা ও ক্যারিবিয়ানদের নিজেদের মাটিতেই তাদেরকে ধসিয়ে দিয়ে জয় তুলে নিয়েছে ভারত। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে অবশ্য জয় সফরকারী কিউইরা।
ভারতের ইশান্ত শর্মা, জাসপ্রীত বুমরাহ, ইংল্যান্ডের জোফরা আর্চার, ক্রিস ওকস, ক্যারিবিয়ান কেমার রোচ, রস্টন চেজ, শ্রীলঙ্কার অকিলা ধনাঞ্জয়া, নিউজিল্যান্ডের টিম সাউদিরা দেখিয়েছেন দুর্দান্ত বোলিং পারফরম্যান্স। ভারতের আজিঙ্কা রাহানে, নিউজিল্যান্ডের টম লাথাম, বিজে ওয়াটলিং, অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানের ব্যাটিং শৈলীও মুগ্ধতা ছড়িয়েছে।





তবে সব কিছুকেই হয়ত ছাপিয়ে গেছে বেন স্টোকসের অনবদ্য ইনিংস। হেডিংলিতে চতুর্থ টেস্টে একাই হারিয়ে দিয়েছেন শ্রীলঙ্কাকে। শেষ উইকেটে বোলার জ্যাক লিচকে নিয়ে ম্যাচটাকে যেভাবে রোমাঞ্চকর করে তুলে জয় ছিনিয়ে নেন- সেটা এক কথায় অসাধারণ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম মাসে তিনটি সিরিজে ছয় দল অংশ করল। যেখানে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে ভারত। তাদের পয়েন্ট ৬০। সমান ৬০ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। তিন দলেরই পয়েন্ট সমান হলেও অবস্থান আগে পরে হওয়ার কারণ উইকেট রান তোলা ও রান দেয়ার গড়ে আগে-পিছে হয়েছে। ভারত একটি ম্যাচ খেলেছে সেটিতে জিতেছে। বাকি দুই দল দুইটি করে খেলে একটি করে জয় পেয়েছ।

তিন ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে অস্ট্রেলিয়া। সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ইংল্যান্ড। উভয়েরই নামের পাশেই আছে একটি করে জয়, হার ও ড্র। একটি ম্যাচ খেলে কোনো জয় পায়নি ওয়েস্ট ইন্ডিজ। তাই তাদের পয়েন্ট শূন্য।
এই দীর্ঘ সময়ব্যাপী টুর্নামেন্টে এখনো নামা হয়নি বাংলাদেশ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বেশ অপেক্ষায় করতে হচ্ছে বাংলাদেশকে। আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পা রাখবে টাইগাররা।
একনজরে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল:
১. ভারত- পয়েন্ট ৬০
২. নিউজিল্যান্ড- পয়েন্ট ৬০
৩. শ্রীলঙ্কা- পয়েন্ট ৬০
৪. অস্ট্রেলিয়া- পয়েন্ট ৩২
৫. ইংল্যান্ড- পয়েন্ট ৩২
৬. ওয়েস্ট ইন্ডিজ- পয়েন্ট ০
এখনো মাঠে নামেনি
৭. বাংলাদেশ
৮. দক্ষিণ আফ্রিকা
৯. পাকিস্তান।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।