ড্র হলো বিসিবি একাদশের প্রথম ম্যাচ

প্রকাশিত হয়েছে - 2019-07-13T19:34:51+06:00
আপডেট হয়েছে - 2019-07-13T19:34:51+06:00
মিনি রঞ্জি ট্রফিতে নিজেদের প্রথম চারদিনের ম্যাচে বিসিবি একাদশের সাথে ড্র করেছে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে উজ্জ্বল ছিলেন মমিনুল হক, নাজমুল হাসান শান্তরা। বোলিংয়ে একমাত্র তাইজুল ইসলামই আলো ছড়িয়েছেন।

ের এই ঘরোয়া টুর্নামেন্টে আমন্ত্রিত দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ (বিসিবি একাদশ) ১ম ইনিংসে দুই শতক ও দুই অর্ধশতকে রানের পাহাড় গড়েছিল। দলের হয়ে শতক হাঁকিয়েছিলেন মমিনুল ও শান্ত। আরিফুল হক ও জহুরুল ইসলাম করছিলেন অর্ধশতক। মাত্র ৪ রানের জন্য শতক হাতছাড়া হয়েছিল জহুরুলের।




জবাবে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ৩৫৩ রানে গুটিয়ে গিয়েছিল কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই বাঁহাতি স্পিনার একাই শিকার করেছিলেন ৮ উইকেট। কর্ণাটকের হয়ে ৯১ রান করেছিলেন অথর্ব দেশপান্ডে।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারেনি বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। মাত্র ১৭৫ রানেই অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান
।
৩২২ রানের বড় লক্ষ্য পেয়েছিল বিদর্ভ। চতুর্থ দিনে তারা ৩৮ রান তুলতে তুলতেই শেষ হয়ে যায় ইনিংসের নির্দিষ্ট সময়। ফলের ড্র হয় ম্যাচটি। চতুর্থ ইনিংসে বোলিংয়ে একমাত্র সাফল্য পেয়েছিলেন আরিফুল হক।





সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি একাদশ (১ম ইনিংস) ৫০০/৭
মমিনুল ১৬৯*, নাজমুল ১১৮, জহুরুল ৯৬, আরিফুল ৭৭
দর্শন ৪/৭৯।
(২য় ইনিংস) ১৭৫/১০
সাইফ ৪৭, সোহান ২৬, জহুরুল ২৫।
দেশপান্ডে ৪৭/৪, আদিত্য ৩/৩৬, সৌরভ ২/১৯।
কর্ণাটক (১ম ইনিংস) ৩৫৩/১০
দেশপান্ডে ৯১, অক্ষয় ৬২, সঞ্জয় ৪৯
তাইজুল ৮/৮৯।
কর্ণাটক (১ম ইনিংস) ৩৮/১
সঞ্জয় ২৮*
আরিফুল ১/১২।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।