██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ঢাকার সামনে জয় পেতে মরিয়া কুমিল্লা ভিক্টোরিয়ানস

ঢাকার সামনে জয় পেতে মরিয়া কুমিল্লা ভিক্টোরিয়ানস
বিডিক্রিকটাইম স্টাফ

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট

প্রকাশিত হয়েছে - 2016-11-14T03:18:36+06:00

আপডেট হয়েছে - 2016-11-14T03:18:36+06:00

প্রিমিয়ার লিগ অবশেষে গত কয়দিনে বেশ কিছু ক্লোজ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে ঢাকা
ডায়নামাইটস
ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। জমজমাট এই ম্যাচটি সন্ধ্যা ৭ টায় শুরু হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
15086247_1155054897918085_1582944850_n
বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ৩ ম্যাচ খেলে পয়েন্ট শূন্য। অবস্থান পয়েন্ট টেবিলের একেবারে নীচে। এবার মাশরাফির দল যেন দিশেহারা। অধিনায়ক যেনো এক পথ হারানো নাবিক। দলে ইমরুল কায়েস, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, খালিদ লতিফ, আসহার জাইদি আছেন। কিন্তু ব্যাট হাতে কেউই জ্বলে উঠতে পারছেন না। বল হাতেও খুব সাদামাটা মনে হচ্ছে গতবার দুর্দান্ত টিমওয়ার্ক দেখিয়ে শিরোপা জেতা কুমিল্লাকে।
উদবোধনী ম্যাচে চিটাগং ভাইকিংস-এর কাছে হার দিয়ে শুরু, এরপর হেরেছে বরিশাল বুলস-এর কাছে। সর্বশেষ ম্যাচে ১৪৪ রান তাড়া করে খুলনা টাইটানস-এর সাথে হেরে টেবিলের সর্বনিম্নে অবস্থান করছে দলটি। সর্বশেষ খবরে জানা যায়, দলের শক্তি বৃদ্ধি করতে আরো তিন জন বিদেশিকে দলে নিচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নেদারল্যান্ডের রায়ান টেন ডেসকট, শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকেরা, ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল আসছেন কুমিল্লায় খেলতে।
৩ ম্যাচ খেলেও কোনো জয়ের দেখা না পাওয়া কুমিল্লা এই ম্যাচে ঝাঁপিয়ে পড়বে জয়ের জন্যে, এটা অনুমান করা যাচ্ছে সহজেই। দলের ব্যাটিং বিভাগের পারফরম্যান্স খারাপ হওয়াতেই কুমিল্লার এত দুর্দশা। বল হাতে মাশরাফি, সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, নাবিল সামাদ ভালো করলেও বাজে ব্যাটিং ডোবাচ্ছে তাদেরকে। ডাসকেট, পাওয়েলের ব্যাটিং কুমিল্লার জন্যে প্রাণদায়ী হতে পারে। টি-২০ ক্রিকেটে কুলাসেকেরার সুইং ব্যাটসম্যানকে চাপে রাখতে পারে। দলের সাফল্যের জন্যে বিপিএল-এর শিরোপা জেতা একমাত্র অধিনায়ক মাশরাফি কী করতে হবে তা অন্যদের চেয়ে ভালো জানেন। তাকেই এখন কোনো যাদু-মন্ত্রে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জাগিয়ে তুলতে হবে জয়ের জন্যে।
৩ ম্যাচের মধ্যে ২টি জিতেছে ঢাকা ডায়নামাইটস। দলীয় পারফরম্যান্সের এক দারুণ দৃষ্টান্ত দেখিয়ে চলেছে দলটি। ১ম ম্যাচে মেহেদি মারুফের ৭৫ রানের ওপর ভর করে জিতেছিলো ঢাকা। এরপরের জয়ে এসেছে রংপুর রাইডার্স-এর বিপক্ষে। মোসাদ্দেকের ৪৮, নাসিরের ৩৮ এর ওপর ভর করে ১৭০ রান করেছিলো ঢাকা ডায়নামাইটস। জয় তুলে নিয়েছে ৭৮ রানের বড় ব্যবধানে।
ঢাকার বড়ো শক্ত দলে অনেকজন ম্যাচ উইনার আছেন। সাঙ্গাকারা, ব্রাভো, বোপারার সাথে অধিনায়ক সাকিব, নাসির, তরুণ তুর্কি মোসাদ্দেক, সানজামুল যে কেউই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। রংপুরের মতো শক্তিশালী এবং ফর্মে থাকা দলকে হারানোর পর আত্মবিশ্বাস চাঙ্গা থাকবে, সাথে কুমিল্লার ভঙ্গুর দশা মিলিয়ে ম্যাচে জয়ের পাল্লাটা ঢাকার দিকেই বেশি ঝুঁকে থাকবে।
বল হাতে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ভালো ফর্মে থাকলেও ব্যাট হাতে এখনো নিষ্প্রভ। এই ম্যাচেই সেই সুযোগটা কাজে লাগাতে চাইবেন। নিউজিল্যাণ্ড সফরের দল থেকে বাদ পড়া নাসির বল এবং ব্যাট হাতে বেশ ধারাবাহিক, তিনিও সেটা ধরে রাখতে চাইবেন। অভিজ্ঞ সাঙ্গাকারা, ব্রাভোরা নিজেদের সেরাটা দেবেন।
এসব দেখতেই হোম ভেন্যুতে দর্শকেরা আসবে। ঢাকায় ১ম পর্বের শেষ দিনে কুমিল্লা চাইবে পয়েন্টের ঘরে কিছু জমা করতে, আর ঢাকা চাইবে ঘরের মাঠে জয়। খুলনা বিভাগের দুই মহাতারকার লড়াইয়ে শেষ হাসি কে হাসে সেটার লড়াই ম্যাচটাকে জমিয়ে তুলতে পারে। ফর্মের বিচারে কুমিল্লার জয়ের সম্ভাবনা কম।
বিডিক্রিকটিম ডট কম, আজকের সম্ভাব্য দলঃ
কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ
ইমরুল কায়েস,
লিটন দাস, মারলন স্যামুয়েলস, সোহেল তানভির, রশিদ খান,  রায়ান টেন ডেসকাট, মাশরাফি মুর্তজা। (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফুদ্দিন, নাবিল সামাদ, নাহিদ ইসলাম.
ঢাকার ডাইনামাইটসঃ
মেহেদি মারুফ,  কুমার সাঙ্গাকারা,
-(অধিনায়ক), মোসাদ্দেক, আলাউদ্দিন বাবু,
, ব্রাভো, রভি বোপারা, আন্দ্রে রাসেল, মোহাম্মদ শহীদ, সানজামুল ইসলাম।
-তানজিল আহমেদ, বিডিক্রিকটিম ডট কম
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.