দক্ষিণ আফ্রিকাকে তছনছ করে নিউজিল্যান্ডের বিশাল জয়

প্রকাশিত হয়েছে - 2022-02-19T08:26:45+06:00
আপডেট হয়েছে - 2022-02-19T08:26:45+06:00
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তিন দিনেই বিশাল জয় পেল নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে দুই ইনিংসেই স্বল্প রানে অল-আউট করে ইনিংস ও ২৭৬ রানের ব্যবধানে জিতেছে কিউইরা।
[caption id="attachment_192329" align="aligncenter" width="700"]

ইনিংস ও ২৭৬ রানের ব্যবধানে জিতল নিউজিল্যান্ড[/caption]
ক্রাইস্টচার্চে টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ৯৫ রানে অল-আউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাট হেনরি একাই শিকার করেছিলেন সাতটি উইকেট। মাত্র ২৩ রানের বিনিময়ে সাত উইকেট পেয়েছিলেন তিনি। ফলে প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ড সংগ্রহ করে ৪৮২ রান। শতক হাঁকান হেনরি নিকোলস। ১৬৩ বলে ১০৫ রান করেন তিনি। শতকের খুব কাছে গিয়েও আশাহত হন টম ব্লান্ডেল। ১৩৮ বলে ৯৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। বিধ্বংসী বোলিংয়ের পর ব্যাট হাতেও হার না মানা অর্ধশতক হাঁকান ম্যাট হেনরি। ৬৮ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ড পায় ৩৮৭ রানের বড় লিড। দক্ষিণ আফ্রিকার পক্ষে ডুয়াইন ওলিভিয়ের তিনটি এবং কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও এইডেন মারক্রাম দুইটি করে উইকেট নেন।
[caption id="attachment_192330" align="aligncenter" width="700"]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যাট হেনরি[/caption]
নিউজিল্যান্ডের রান পাহাড়ের জবাব দিতে নেমে দ্বিতীয় দিনেই আবার ঘোর বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে ৩৪ রান নিয়ে সফরকারীরা দ্বিতীয় দিন শেষ করে। টেম্বা বাভুমা ও কাইল ভেরেইন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, তবে তাতে কোনো লাভ হয়নি। বাভুমা ৪১ রান ও ভেরেইন ৩০ রান করেন।
৪৬ রানে ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ষষ্ঠ উইকেট হারায় ৮৭ রানে। তারপর ১১১ রানে হয়ে যায় অল-আউট। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন টিম সাউদি। টেস্ট ক্রিকেটে এখন সাউদি কিউইদের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি। অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যাট হেনরি।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা
৯৫/১০ (৪৯.২ ওভার)
হামজা ২৫, ভেরেইন ১৮;
হেনরি ৭/২৩।
নিউজিল্যান্ড
৪৮২/১০ (১১৭.৫ ওভার)
নিকোলস ১০৫, বান্ডেল ৯৬, ম্যাট হেনরি ৫৮*, কনওয়ে ৩৬;
ওলিভিয়ের ৩/১০০।
দক্ষিণ আফ্রিকা
১১১/১০ (৪১. ৪ ওভার)
বাভুমা ৪১, ভেরেইন ৩০;
সাউদি ৫/৩৫।
নিউজিল্যান্ড ইনিংস ও ২৭৬ রানে জয়ী।
ম্যাচসেরা খেলোয়াড় ম্যাট হেনরি।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।