দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও নেই বোল্ট

প্রকাশিত হয়েছে - 2022-02-21T09:25:40+06:00
আপডেট হয়েছে - 2022-02-21T09:25:40+06:00
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচও খেলা হচ্ছে না ট্রেন্ট বোল্ট। চোট ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে সম্পূর্ণ সিরিজই মিস করলেন তিনি।
[caption id="attachment_192544" align="aligncenter" width="600"]

ট্রেন্ট বোল্ট[/caption]
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে রীতিমত উড়িয়ে দিয়েছে কিউইরা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে অল-আউট করার পর বড় স্কোর গড়ে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসেও প্রোটিয়ারা ১১১ রানে অল-আউট হলে ইনিংস ও ২৭৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলা হয়নি বোল্টের। পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন তিনি। বোল্ট ও তার স্ত্রীর তৃতীয় সন্তান জন্মগ্রহণ করেছে। এই কারণে এতদিন ছুটিতে ছিলেন বোল্ট। দ্বিতীয় টেস্টে তার একাদশে ফেরার কথা ছিল। কিন্তু চোটের কারণে সেটিও সম্ভব হচ্ছে না। তবে দলের সাথেই অনুশীলনে থাকবেন এই বাঁহাতি পেসার।
সোমবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।"ট্রেন্ট বোল্ট এখন যে পরিস্থিতিতে আছেন তাতে তিনি এই টেস্ট ম্যাচটি খেলতে পারবেন না। যেহেতু তিনি এতদিন পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন, তাই আগের ম্যাচও মিস করেছেন। এখন তাকে ঝুঁকি নিয়ে ম্যাচ খেলানোর থেকে না খেলানোই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি আমরা।"
বোল্টের অনুপস্থিতিতে তাই একাদশে সুযোগ পেয়েছিলেন ম্যাট হেনরি। সুযোগটা তিনি দারুণভাবেই কাজে লাগিয়েছেন। প্রথম ইনিংসে ৭ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতেও অপরাজিত অর্ধশতক করেছেন তিনি। ম্যাচসেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন হেনরি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।