অবশেষে রানে ফিরলেন মাহমুদুল্লাহ রিয়াদ

মাকসুদ হকEditor
প্রকাশিত হয়েছে - 2017-02-13T20:17:21+06:00
আপডেট হয়েছে - 2017-02-13T20:17:21+06:00
[caption id="attachment_16828" align="alignnone" width="988"]

মাহমুদুল্লাহ ক্যারিয়ারের ১৪তম ফিফটি পেলেন ১০ ইনিংস পর।
গত ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বের নজর কারেন এই অল-রাউন্ডার। তবে বিশ্বকাপের পর থেকেই রানের খরা চলছিলো তার ব্যাটে। হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে তিনি করেন ২৮ রান। আর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সবচেয়ে ভাল ব্যাটিং করেছেন তিনি।
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ পঞ্চম উইকেটে মুশফিকুর রহীমের সঙ্গে ৫৬ রানের জুটি গড়ার পর ষষ্ঠ উইকেটে সাব্বির রহমানের সঙ্গে যোগ করেন ৫১ রান। মুশফিক ২৩ ও সাব্বির ২২ রানে ফিরলেও মাহমুদুল্লাহ ৬১ রানে অপরাজিত।
ভারতের বিপক্ষে এই টেস্টের আগে সর্বশেষ তিনি ফিফটি করেন ২০১৫ সালের জুলাইয়ে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। করেন ৬৭ রান। এরপর ৩৫, ৩৮, ৪৭ ও ৩৮ রানের ইনিংস খেললেও ফিফটির দেখা ছিল না।
তবে গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে ৪৭ রানে আউট হয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চের দুই টেস্টের চার ইনিংসে সর্বোচ্চ রান ৩৮। ভারতের বিপক্ষে ভালো একটি ইনিংসের প্রত্যাশা ছিলই। দলের দারুণ প্রয়োজনের মুহূর্তেই সেই প্রত্যাশা মিটিয়েছেন তিনি।
আরও দেখুন= হায়দ্রাবাদ টেস্ট ও আইসিসি টেস্ট র্যাংকিং।
- মাকসুদুল হক, প্রতিবেদক, বিডিক্রিকটাইম