ধারাবাহিকতাই মূল মন্ত্র ওয়ালশের কাছে

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-06-15T01:03:30+06:00
আপডেট হয়েছে - 2019-06-15T12:38:29+06:00
এবারের বিশ্বকাপে রুবেল বাদে বাংলাদেশ দলে নেই কোন গতিময় বোলার। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের মতে গতি না থাকলে কন্ডিশন বিবেচনায় সেটির সঙ্গেই মানিয়ে নিতে হবে। এছাড়াও ধারাবাহিকতাই মূল মন্ত্র ওয়ালশের।

বিশ্বকাপের স্কোয়াডে রুবেল থাকলেও এখনো তিন ম্যাচের মধ্যে একটি ম্যাচও খেলা হয়নি এই ফাস্ট বোলারের। এবারের স্কোয়াডে রয়েছেন পাঁচ পেসার, মাশরাফি, রুবেল, মুস্তাফিজ, রাহী ও সাইফউদ্দিন। তিন ম্যাচেই একাদশে পেসার হিসেবে ছিলেন সাইফউদ্দিন, মাশরাফি ও মুস্তাফিজ। এ তিন পেসারের মধ্যে কেউই তেমন গতিসম্পন্ন বোলার নন।




একমাত্র সাইফউদ্দিন ব্যতিত কেউই ধারাবাহিক পারফর্ম করতে পারেননি। সাইফউদ্দিনের বলে গতি না থাকলেও ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনি।
ের মত কন্ডিশনে গতিসম্পন্ন বোলারের মান ঠিকই বুঝেন বাংলাদেশ পেস বোলিং কোচ ওয়ালশ। তার কাছে গতির চেয়ে ধারাবাহিকতাই বেশি গুরুত্ব পাচ্ছে।
“গতি অনেক সময় দরকার কিন্তু আমার কাছে ধারাবাহিকতা, নিয়ন্ত্রণ আর প্রয়োগ বেশি গুরুত্বপূর্ণ। আপনার যদি ১৪০-১৫০ গতি না থাকে, তবে আপনাকে মানিয়ে নিতে হবে। আমাদের অবশ্যই ধারাবাহিক হতে হবে। ঠিক জায়গায় বল ফেলে বৈচিত্র্য আনতে হবে। ছেলেরা কঠোর পরিশ্রম করছে। কিন্তু আপনার খারাপ ম্যাচ আসতেই পারে। ধারাবাহিকতাই আমাদের মূল মন্ত্র। এবং সেইসঙ্গে বৈচিত্র্যটাও দরকার।”





আগামী ১৭ জুন টন্টনে
ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে অন্যান্য মাঠের তুলনায় এটি একটু ছোট। উইকেট বিবেচনায় হয়ত একাদশে ঢুকতে পারেন রুবেল। আর রুবেল ঢুকলে নিশ্চই বাংলাদেশের বোলিং অ্যাটাক আরও শক্তিশালী হবে।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।