ধার্মিক জীবনযাপনেই স্বস্তি পান বদলে যাওয়া জুনায়েদ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2019-08-17T12:16:03+06:00
আপডেট হয়েছে - 2019-08-17T13:30:06+06:00
জুনায়েদ সিদ্দিকীর কথা মনে করলেই চোখে ভেসে ওঠে চিরচেনা এক চেহারা- থুতনিতে একটু ‘ফ্যাশনেবল’ দাড়ি, খানিকটা লম্বা চুল নেমে আসছে চোখ আর ঘাড় পর্যন্ত, সদা হাসি হাসি মুখ। হাস্যজ্বল চেহারাটা অবশ্য এখনো আছে। জাতীয় দলে সর্বশেষ খেলেছেন ২০১২ সালে। এরপর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি বলে জুনায়েদের পরিবর্তিত রূপটাও জানা নেই ক্রিকেট সমর্থকদের। কিন্তু ৩১ বছর বয়সী এই ক্রিকেটার যে ব্যক্তি জীবনে আগাগোড়া পাল্টে গেছেন!

ক্যারিয়ার নিয়ে তো বটেই, জীবন নিয়েও এখন বেশ আন্তরিক জুনায়েদ। বেছে নিয়েছেন ইসলামিক জীবন, তাতেই খুঁজে পাচ্ছেন স্বস্তি। স্ত্রী-সন্তানকে নিয়ে সুখেই কাটছে দিন। পারফর্ম করলে ফের জাতীয় দলে ফেরা সম্ভব- বিশ্বাস করেন এই বিষয়টিও।




জুনায়েদ বলেন,
‘আগে ক্যাজুয়েল জিন্স-টিশার্ট সবকিছুই পরতাম। এখন বেশিরভাগ সময় পাঞ্জাবি-পাজামাই পরি। খেলার সময় ট্রাউজার-ট্র্যাকস্যুট পরি। এখন পোশাকের প্রতি আগের আকর্ষণটা নেই।’
গোছানো জীবনে মেয়েই এখন জুনায়েদের স্বপ্ন, জুনায়েদের বেঁচে থাকার মূল প্রেরণা।
বিডিক্রিকটাইমে
র সাথে একান্ত আলাপকালে জানালেন, মেয়েকে কোরআনে হাফেজ (হাফেজা) বানাতে চান,
‘স্ত্রী আর মেয়েকে নিয়ে এবার উমরাহ করে এসেছি। খুব ইচ্ছা আছে মেয়েকে হাফেজা করার।’





২০১২ সালের পর জাতীয় দলে সুযোগ না হলেও ঘরোয়া ক্রিকেট খেলছেন নিয়মিতই। এখনো যে ফুরিয়ে যাননি সেই প্রমাণও রাখছেন প্রতিনিয়ত।
ের হয়ে ১৯টি টেস্ট, ৫৫টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি খেলা জুনায়েদের বিশ্বাস, ভালো ফর্ম অব্যাহত রাখলে ফের খুলে যেতে পারে জাতীয় দলের দরজা।
তিনি বলেন,
‘ফিট থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পর্যায়ে খেলতে গেলে ফিটনেস থাকতে হবে। পুরনো অনেককেই এখন সুযোগ দিচ্ছে। বয়স কোনো ব্যাপার নয়। পারফরম্যান্স আর ফিটনেসই বেশি গুরুত্বপূর্ণ। বোর্ডের বর্তমান চিন্তাধারা ভালো। আপনি পারফর্ম করলে আপনাকে দলে নিতে বাধ্য। গত বছর বিপিএলে ভালো করেছি, এবারো ভালো করার চেষ্টা করব।’
রাজশাহী শহরে বড় হয়েছেন। ছেলেবেলা খেলাধুলা করতেন পদ্মার তীরে। মা আর স্ত্রীর হাতের রান্না পছন্দের। পড়াশোনায় খারাপ ছিলেন না। ক্রিকেটার না হলে হয়ত উচ্চশিক্ষা গ্রহণ করে অন্য কোনো পেশাকে বেছে নিতে। তবে শেষমেশ বেছে নিয়েছেন ক্রিকেটকেই, বানিয়েছেন আশ্রয়। স্ত্রীকে ভালোবাসেন, তার অকুণ্ঠ সমর্থনে জানান কৃতজ্ঞতা। ধর্মকর্মে মন দিয়েছেন, দৃষ্টান্ত গড়েছেন নিয়ন্ত্রিত জীবনের। সন্তানের বাবাও হয়েছেন। ১ বছর ৭ মাস বয়সী মেয়েই এখন জুনায়েদের সবচেয়ে প্রিয় মানুষ।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।