ধ্রুপদী লিটনের হওয়া চাই ধারাবাহিকও

প্রকাশিত হয়েছে - 2020-10-13T20:43:27+06:00
আপডেট হয়েছে - 2020-10-13T21:13:39+06:00
উপমহাদেশের এমন অনেক ধ্রুপদী ব্যাটসম্যান আছেন যারা ক্রিকেটের আকাশে ধ্রুবতারা। কিংবদন্তী শচীন-দ্রাবিড়, শ্রীলঙ্কার সাঙ্গাকারা-জয়াবর্ধনে থেকে হালের বিরাট-বাবরের ব্যাট কারো কাছে ভায়লিন কারো কাছে রংতুলি! যে ভায়োলিনের সুরের মাঝে হারিয়ে যেতে বা যে রংতুলির রং দিয়ে হৃদয় রাঙাতে সদা প্রস্তুত ক্রিকেটপ্রেমীরা!

ের ক্রিকেটে এমন নান্দনিক ব্যাটসম্যান কারা? এমন প্রশ্নে
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।,
,
, মুমিনুল হকদের নাম উঠে আসে। তবে সাম্প্রতিক সময়ে এ তালিকায় যুক্ত হয়েছেন লিটন কুমার দাস। কারো কারো আছে যিনি এ তালিকায় সবার উপরেই থাকবেন।
ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা বইয়ে দিয়ে লিটন জানান দিয়েছেন তিনি অসাধারণ, তিনি প্রতিভাধর। দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি শট জানা ব্যাটসম্যানও বলে থাকেন কেউ কেউ। ২০১৫ সালে
ের বিপক্ষে টেস্ট ম্যাচে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটান লিটন।

তবে শুরু থেকেই ধারাবাহিকতার ঘাটতির কারণে দলে নিজের জায়গা পোক্ত করতে পারছিলেন না লিটন। অভিষেকের পর প্রথম ৯ ম্যাচে মাত্র ১২৪ রান করার পর বাদ পড়েন।
২০১৭ সালে
সিরিজে আবার দলে ফিরেন। কিন্তু সিরিজের তিন ম্যাচ মিলিয়ে মাত্র ৪১ রান করে ফের ছিটকে যান। ২০১৮ এশিয়া কাপ দিয়ে দলে ফিরলেও ব্যাট হাতে টানা ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছিলেন তিনি। তবে ব্যর্থতার চোরাবালি থেকে নিজেকে বের করে আনতে লিটন বেছে নিয়েছিলেন এশিয়া কাপের ফাইনালকে। ফাইনালে ভারতের বিপক্ষে ১২১ রানের দুর্দান্ত এক ইনিংসের পর লিটন ডাক পান ২০১৯ বিশ্বকাপ দলে।
আস্থার প্রতিদান দেন
ের বিপক্ষে। টন্টনে ক্যারিবিয়ানদের রানের পাহাড় জয় করার পথে ৬৯ বলে ৪ ছয় ও ৮ চারের সাহায্যে ৯৪ রান করে অপরাজিত থাকেন তিনি।
ের এ ইনিংস বিশ্বকাপ অভিষেকে যেকোন বাংলাদেশি ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ। বিশ্বকাপের বাকি সময়টায় আবারো লিটন চলে যান ব্যর্থতার খোলসে।
এরপর জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে সিরিজের ৩ ম্যাচে ৩১২ রান করে হন সিরিজসেরা। সেই ৩ ম্যাচে ছিল দুইটি শতক। সিরিজের শেষ ম্যাচে তার ১৭৬ রান বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানদেতে এক ইনিংসে সর্বোচ্চ রান।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও লিটন দাসের ব্যাট চড়াও হতে জানে। নিদাহাস ট্রফিতে তার ১৮ বলে ৪৩ রানের ইনিংসটি ভুলে যাওয়ার কথা নয়। সেখানেও একই সমস্যা, ধারাবাহিকতার ঘাটতি।
হুট করে জ্বলে উঠে ফের আঁধারে হারিয়ে যাওয়ার অভ্যাস দূর না করতে পারলে ধ্রুবতারা হয়ে ওঠা হবে না লিটনের। একজন ধ্রুপদী ব্যাটসম্যানকে ধ্রুবতারা হওয়ার পথে হাঁটতে গেলে চাই ধারাবাহিকতা। কিন্তু এখনো ওয়ানডেতে বা টেস্টে টানা তিনটি ত্রিশোর্ধ্ব ইনিংস নেই লিটনের। আছে ওয়ানডেতে টানা তিন ইনিংসে এক রানে আউট হওয়ার তিক্ত অভিজ্ঞতা।
এখন পর্যন্ত ৮৫ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১২ টি অর্ধশতক ও ৩ টি শতকের সাহায্যে ২৫৭৪ করা লিটন আজ ২৬ বছর পূর্ণ করলেন। টপ অর্ডারে তার ওপর আস্থা আছে সবার। লিটনের ব্যাটিং দেখাটা যেন ক্রিকেটপ্রেমীদের কাছে চোখের শান্তি। সেই শান্তি দীর্ঘস্থায়ী হোক, উপভোগ করার উপলক্ষ্য আসুক নিয়মিত!
-শোয়েব আক্তার।