টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা ‘১০’ এ নাসুম, উন্নতি লিটনের

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-03-09T15:19:20+06:00
আপডেট হয়েছে - 2022-03-09T15:23:10+06:00
সাম্প্রতিক সময়ের সিরিজগুলো শেষে র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। আর সেই র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা দশে ঢুকলেন বাংলাদেশের নাসুম আহমেদ।
[caption id="attachment_193612" align="aligncenter" width="761"]

ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন নাসুম।[/caption]
অভিষেকের পর থেকেই বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ নাসুম। সাকিবের পাশাপাশি নাজমুল অপু বেশ কয়েকটি ম্যাচে খেললেও সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে নিয়মিত সদস্য নাসুম। ধারাবাহিকভাবে ভালো খেলার পুরস্কার পেলেন এ বাঁহাতি স্পিনার।
সর্বশেষ
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।ের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে বল হাতে সফল ছিলেন নাসুম।
। আর তাঁতেই প্রথমবারের মতো বোলারদের র্যাঙ্কিংয়ে দশে ঢুকলেন তিনি।
আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ৬৩৭ রেটিং নিয়ে দশে রয়েছেন নাসুম। তাছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে মুজিব এক ধাপ পেছানো তেমন কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার শামসি।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগোলেন আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ্ জাজাই। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে ৬৩৩ রেটিং নিয়ে রোহিতকে পেছনে ফেলে ১৩তম স্থানে রয়েছেন এ ব্যাটার।
২৭-এ রয়েছেন বাংলাদেশের ওপেনার নাঈম শেখ। ৫১৬ রেটিং নিয়ে ৩৪তম স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ।
সুবাধে ২৬ ধাপ এগোলেন উইকেটরক্ষক ব্যাটার
। ২৬ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে অবস্থান করছেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।