পজিশন পরিবর্তনে ইমরুলের হতাশা

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2017-06-25T17:17:25+06:00
আপডেট হয়েছে - 2017-06-25T17:17:25+06:00

সদ্য 'সাবেক' হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে
দল ভালো করলেও নিজের পারফরমেন্স প্রদর্শন করতে পারেননি ইমরুল কায়েস। এর পেছনে শুধু দলে সুযোগ না পাওয়াই নই, পজিশনে পরিবর্তনও দায়ী বলে মনে করছেন বাঁহাতি ওপেনার।
সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিনের সাথে আলাপকালে ইমরুল কায়েস জানান পজিশন পরিবর্তন সম্পর্কে তার হতাশার কথা।
দল ভালো করলেও ব্যক্তিগত পারফরমেন্স ভালো করতে না পারার ব্যাপারে ইমরুল বলেন,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন । 'যদি দলের কথা বলেন তাহলে অনেক কিছু পেয়েছি আমরা, যা আগে কখনো পাইনি। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলতে পারা অনেক বড় একটা বিষয়। খুব ভালো কেটেছে এই ভেবে যে দল দারুণ কিছু করেছে। আর আমার কথা বললে বলবো যে সুযোগই তো পাইনি। ভালো করবো কিভাবে!
'
পজিশন পরিবর্তনের ঘোর বিরোধী ইমরুল দলে পরীক্ষানিরীক্ষার জন্য একজন খেলোয়াড়ের বারবার অন্তর্ভুক্তি ও অব্যাহতিরও বিরোধী,
'দল যেখানে দায়িত্ব দিবে সেখানেই নিতে হবে। কিন্তু আমি হঠাৎ পরিবর্তনে সমর্থন করি না। আমার ৬৭ ম্যাচের মধ্যে ওয়ানডেতে তিনে খেলেছি মাত্র ৯ বার। ক্যারিয়ারের শুরু হয়েছিল তিনে। কিন্তু আমার সব সফলতা কিন্তু দুইয়ে খেলে। এই ভাবে যখন উপরে নিচে করা হয় তাহলে মানসিকভাবে প্রভাব পড়ে। আরো একটা বিষয় হলো হঠাৎ করে ড্রপ হওয়া। দেশে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করলাম। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাতে ড্রপ করে দিলো। এটাও মনের উপর প্রভাব ফেলে। কারণ আপনি যখন ভালো খেলতে থাকবেন তখন এভাবে দলের বাইরে থাকলে ধারাবাহিকতা ধরে রাখা খুব কঠিন হয়ে পড়ে। একটা রিদমে থাকি সেই রিদমটাই নষ্ট হয়ে যায়।
'
চাপ ও চ্যালেঞ্জ সামলাতে হিমশিম খেয়েছিলেন বলেই ভালো করা সম্ভব হয়নি বলে ধারণা ইমরুলের,
'যদি হুট করে কোনো বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়া হয়
সেখানে ব্যর্থতার সম্ভাবনাই
বেশি থাকে। দুটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছি কিন্তু কাজে লাগাতে পারিনি কারণ ভাগ্য আমার সঙ্গ দেয়নি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্য ধরেই ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে গিয়েছিলাম। কিন্তু আমি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শুধু মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। ত্রিদেশীয় সিরিজে আমাকে একটা ম্যাচও খেলানো হয়নি। হুট করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাকে নামিয়ে দেয়া হয়েছে তিনে। বলেন, এমন চাপের ম্যাচে কি হঠাৎ নেমেই পারা যায়? এখনতো আর আগের বাংলাদেশ নেই যে, টিকে থাকার জন্য ব্যাট করবো। এখন খেলতে হয় দলের প্রয়োজনে। আমি শুরুও করেছিলাম সেই ভাবে কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। সত্যি কথা বলতে কি, এভাবে দলে আছি, দলে নেই করে ভালো খেলা যায় না।'
- সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম