বাংলাদেশের বিপক্ষে থাকছেন না রশিদ?

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-06-08T00:48:56+06:00
আপডেট হয়েছে - 2019-06-08T01:29:35+06:00

বিবিসি স্পোর্টকে ইয়ন মরগান বলেন,
"চার সিমার নিয়ে মাঠে নামার একটা সম্ভাবনা রয়েছে। আমরা গতকাল যে উইকেট দেখেছি তার সাথে এ মাঠে আগে যে খেলাগুলো হয়েছে ঐ উইকেটের মিল রয়েছে। পাশাপাশি আবহাওয়ার কারণেও দলে পরিবর্তন আসতে পারে।"
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।




৩১ বছর বয়সী আদিল রশিদ ২০১৫ বিশ্বকাপের পর থেকে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। বিশ্বকাপের দুই ম্যাচে শিকার করেছেন একটি উইকেট। প্রথম ম্যাচে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ ওভারে মাত্র ৩৫ রান দেন আদিল রশিদ। শিকার করেন এক উইকেট। তবে নটিংহ্যামে জ্বলে উঠতে পারেননি এ ৩১ বছর বয়সী লেগ স্পিনার। ৫ ওভারে ৪৩ রান দেন তিনি। নিতে পারেননি কোনো উইকেট।
কার্ডিফের উইকেট আর আবহাওয়ার কারণে চার পেসার নিয়ে খেলতে চায় ইংল্যান্ড। সেক্ষেত্রে একাদশে ঢুকতে পারেন লিয়াম প্লাঙ্কেট। ওভালে প্রোটিয়াদের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলেছিলেন লিয়াম প্লাঙ্কেট। বোলিংয়ে ৭ ওভারে ৩৭ রান দিয়েছিলেন তিনি। শিকার করেন জোড়া উইকেট। ব্যাট হাতে ৬ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন।





বাংলাদেশের মতো স্বাগতিক ইংল্যান্ডেরও দুই ম্যাচের মধ্যে একটিতে জয় ও অন্যটিতে পরাজয়। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারায় ইংল্যান্ড। এরপর
ের বিপক্ষে ১৪ রানে পরাজিত হয় স্বাগতিকরা।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক খবর সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।