ভেরেইনের অপরাজিত শতকে জয়ের স্বপ্ন বুনছে দক্ষিণ আফ্রিকা

তাহসিনা জামানEditor
প্রকাশিত হয়েছে - 2022-02-28T16:09:32+06:00
আপডেট হয়েছে - 2022-02-28T16:09:32+06:00
ক্রাইস্টচার্চ টেস্টে জয়ের স্বপ্ন বুনছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ জয়ের জন্য শেষ দিনে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন আর ছয়টি উইকেট, অপরদিকে নিউজিল্যান্ডের প্রয়োজন এখনো ৩৩২ রান। চতুর্থ দিনে প্রোটিয়াদের পক্ষে শতক হাঁকিয়েছেন কাইল ভেরেইন।
[caption id="attachment_193291" align="aligncenter" width="700"]

হার না মানা শতক হাঁকিয়েছেন কাইল ভেরেইন[/caption]
৫ উইকেটে ১৪৫ রান নিয়ে চতুর্থ দিন সকালে ব্যাট করতে নামেন ভেরেইন ও ভিয়ান মুল্ডার। তাদের ৭৮ রানের জুটি ভাঙেন কাইল জেমিসন। ৯১ বলে ৩৫ রান করেন মুল্ডার। মার্কো ইয়ানসেন ৪১ বলে ৯ রান করে বিদায় নেন। অষ্টম উইকেটে আবারও ৭৮ রানের জুটি গড়েন ভেরেইন ও কাগিসো রাবাদা। শতক তুলে নেন ভেরেইন। ৩৪ বলে ৪৭ রানের দ্রুতগতির ইনিংস খেলে আউট হন রাবাদা।
শতক হাঁকিয়ে অপরাজিত থাকেন ভেরেইন। ১৮৭ বলে ১৩৬ রানের হার না মানা ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। তার ইনিংসটি সাজানো ছিল ১৬টি চার ও একটি ছক্কায়। দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৩৫৪ রানে।
নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৪২৬ রান। কিউইদের পক্ষে দ্বিতীয় ইনিংসে দুইটি করে উইকেট নেন জেমিসন, ওয়াগনার, সাউদি ও হেনরি।
[caption id="attachment_193290" align="aligncenter" width="700"]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
জয়ের স্বপ্ন বুনছে দক্ষিণ আফ্রিকা[/caption]
বিশাল লক্ষ্যের জবাব দিতে নেমে ইতোমধ্যে চারটি উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করেছে নিউজিল্যান্ড। দিনশেষে কিউইদের সংগ্রহ ৪ উইকেটে ৯৪ রান। দুইটি করে উইকেট নিয়েছেন রাবাদা ও কেশব মহারাজ। ১২৭ বলে ৬০ রানে অপরাজিত আছেন কিউই ব্যাটার ডেভন কনওয়ে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা
৩৬৪/১০ (প্রথম ইনিংস)
আরউই ১০৮, মারক্রাম ৪২, এলগার ৪১, ইয়ানসেন ৩৭*;
ওয়াগনার ৪/১০২, হেনরি ৩/৯০, জেমিসন ২/৭০।
নিউজিল্যান্ড
২৯৩/১০ (প্রথম ইনিংস)
গ্রান্ডহোম ১২০*, মিচেল ৬০ নিকোলস ৩৯;
রাবাদা ৫/৬০, ইয়ানসেন ৪/৯৮।
দক্ষিণ আফ্রিকা
৩৫৪/৯ (দ্বিতীয় ইনিংস)
ভেরেইন ১৩৬*, রাবাদা ৪৭, র্যাসি ৪৫, মুল্ডার ৩৫;
ওয়াগনার ২/৮১, হেনরি ২/৮১, জেমিসন ২/৮১, সাউদি ২/৯০।
নিউজিল্যান্ড
৯৪/৪ (৪২ ওভার)
কনওয়ে ৬০*, মিচেল ২৪;
রাবাদা ২/১৭, মহারাজ ২/৩৪।
নিউজিল্যান্ডের লক্ষ্য ৪২৬ রান।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।