মানুষ পারে না এমন কোনো জিনিস নেই : মিরাজ

প্রকাশিত হয়েছে - 2022-02-23T23:01:54+06:00
আপডেট হয়েছে - 2022-02-23T23:02:30+06:00
আফিফের সঙ্গে শতরানের জুটি গড়ে বাংলাদেশকে ঐতিহাসিক জয় উপহার দিয়েছে মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে মিরাজ বললেন, আফিফকে দেখে আত্মবিশ্বাস বেড়েছিল তাঁর।
[caption id="attachment_192845" align="aligncenter" width="800"]

ম্যাচ শেষে মিরাজ ও আফিফ। ছবি : বিডিক্রিকটাইম[/caption]
নিজের ব্যাটিংয়ের প্রতি সুবার করতে পারেননি কখনও। তিনিও যে ম্যাচ জেতাতে পারেন দলকে সে বিশ্বাস হয়তো আগে কখনও পাননি তিনি। গত বছর টেস্টে
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।ের বিপক্ষে দারুণ খেলেও না জেতানোর আফসোস ছিল মিরাজের। এবার হয়তো তা পূরণ করতে পেরেছেন এ তরুণ অলরাউন্ডার।
। নিজে অপরাজিত ছিলেন ১২০ বলে ৮১ রান। ম্যাচ শেষে মিরাজ জানালেন নিজের প্রতি বিশ্বাস ছিল তাঁর। মিরাজ বলেন,
“সত্যি কথা বলতে আমি আত্মবিশ্বাসী ছিলাম। আফিফের সঙ্গে কথা বলেছি উইকেটে, এ ম্যাচ আমরা দুজনে জেতাতে পারি। তবে বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা যদি বিশ্বাস করতে পারি, এ ম্যাচ জেতাতে পারব, তাহলেই আমরা জিতব। মানুষ পারে না, এমন কোনো জিনিস নেই, খালি দরকার বিশ্বাসটা। বিশ্বাস ছিল পারব। দর্শকেরা অনেক সমর্থন করেছে। তাঁদেরও অনেক ধন্যবাদ।”
[caption id="attachment_192856" align="aligncenter" width="2560"]

১৭৪ রানের জুটি গড়েন আফিফ-মিরাজ। ছবি : বিডিক্রিকটাইম[/caption]
এর আগে ওয়ানডে খেলেছেন কেবল সাতটি। নিজের অষ্টম ওয়ানডেতে দেখা পেয়েছেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। বাংলাদেশ দলের লক্ষ্য আরেকটু বড় হলে হয়তো সেঞ্চুরিও করতে পারতেন আফিফ। দল যখন চাপে ছিল তখন আফিফের সঙ্গে কী আলোচনা করেছিলেন তা জানান মিরাজ।
“অসাধারণ এক ইনিংস খেলেছে। সত্যি বলতে ওর ব্যাটিং দেখে আমার ভেতরো আত্মবিশ্বাস বেড়েছে। কারণ আমি প্রথমদিকে একটু নার্ভাস ছিলাম। ও বলেছে- মিরাজ ভাই, আমরা বল টু বল খেলি। যা হবার তা পরে দেখা যাবে। আমাদের চিন্তা করার দরকার নেই যে, আমাদের লক্ষ্য বড়।”
“আমরা ওভার প্রতি দুই, তিন রান করে এগোতে থাকি। ধীরে ধীরে এগোলে আমরা জিততে পারব কি না জানি না কিন্তু আমরা দলকে ভালো জায়গায় নিতে যেতে পারব। ও আমাকে সাহস জুগিয়েছে এবং ভালো ক্রিকেট খেলেছে।”
উল্লেখ্য, আফিফের অপরাজিত ৯৩ রান ও মিরাজের অপরাজিত মিরাজের অপরাজিত ৮১ রানে প্রথম ওয়ানডেতে চার উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ২৫ ফেব্রুয়ারি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।