██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

মিজানুরের সেঞ্চুরি, অপেক্ষায় শান্ত

মিজানুরের সেঞ্চুরি, অপেক্ষায় শান্ত

প্রকাশিত হয়েছে - 2018-10-09T12:19:36+06:00

আপডেট হয়েছে - 2018-10-09T12:19:36+06:00

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০১৮-১৯ মৌসুমের প্রথম স্তরের ম্যাচে রাজশাহীতে শতকের দেখা পেয়েছেন রাজশাহী বিভাগের ওপেনার মিজানুর রহমান। আর শতক থেকে ১৩ রান দূরে থেকে কাঙ্ক্ষিত অর্জনের অপেক্ষায় রয়েছেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে বড় লিডের পথে রাজশাহী।

[caption id="attachment_58688" align="aligncenter" width="725"]
মিজানুরের শতক উদযাপন।
জাতীয় লিগে টানা দ্বিতীয় শতকের পর মিজানুর রহমান।[/caption]   আগের দিনের করা বিনা উইকেটে ৯৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরুর পর প্রথম সেশনে রাজত্ব বিস্তার করে ব্যাট চালানোর পর আরও ১১৭ রান যোগ করে মধ্যাহ্ন ভোজনের বিরতিতে গিয়েছেন দুই ব্যাটসম্যান শান্ত ও মিজানুর। প্রথম সেশন শেষে রাজশাহীর সংগ্রহ বিনা উইকেটে ২১৬ রান হওয়ায় ইতোমধ্যে লিড নিয়ে ৬৫ রানে এগিয়ে গেছে দলটি। আগের দিনে করা রান নিয়ে দিনের খেলা শুরুর পর প্রথম সেশনেই কাঙ্ক্ষিত শতক পূর্ণ করেন মিজানুর রহমান। প্রথম শ্রেণির ক্যারিয়ারের একাদশতম শতক তুলে নিয়ে ১৫ চারের সাহায্যে ১১৮ রানে অপরাজিত রয়েছেন তিনি। ক্রিজের অন্য প্রান্ত আগলে রাখা আরেক ওপেনার শান্ত অপরাজিত রয়েছেন ৮৭ রানে। ১২ চারে ১৬৫ বল মোকাবেলায় এ রান করেছেন তিনি। এর আগে টস হেরে রাজশাহীর আমন্ত্রণে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ১৫১ রান করতে সক্ষম হয় রংপুর। দলের পক্ষে একা হাতে লড়ে সর্বোচ্চ ৬০ রান করেন নাঈম ইসলাম। তাছাড়া সোহরাওয়ার্দী শুভ'র ব্যাট থেকে আসে ২৯ রান। রাজশাহীর বোলারদের মধ্যে ফরহাদ রেজা, মহর শেখ তিনটি করে শফিকুল ইসলাম দুটি,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ও সানজামুল হক শিকার করেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোরকার্ড: দ্বিতীয় দিন, লাঞ্চ বিরতি পর্যন্ত।
রংপুর: প্রথম ইনিংসে ৫৯.৪ ওভারে ১৫১/১০।
লিটন ১৭, মাহমুদুল ১৮, নাঈম ৬০, আরিফুল ৫, সোহরাওয়ার্দী ২৯,; ফরহাদ ৩/৩৯, মহর ৩/৩৭, শফিকুল ২/৩১, তাইজুল ১/২৬, সানজামুল ১/১২।
রাজশাহী: প্রথম ইনিংসে ৫২ ওভারে ২১৬/০।
শান্ত ৮৭*, মিজানুর ১১৮*।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.