মেয়র আতিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রুবেলের পরিবারের

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-04-29T15:38:02+06:00
আপডেট হয়েছে - 2022-04-29T16:04:51+06:00
মোশাররফ হোসেন রুবেলের কবর স্থায়ী করার ঘোষণা দেওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রুবেলের পরিবার। একইসাথে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে গণমাধ্যমের প্রতিও।
[caption id="attachment_199277" align="aligncenter" width="761"]

দেশে ফেরার পর শুক্রবার রুবেলের বাসায় যান মেয়র আতিক।[/caption]
গত ১৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল। মৃত্যুর পর 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জানাজা শেষে রুবেলকে দাফন করা হয় বনানী কবরস্থানে।
বনানী কবরস্থানে কাউকে দাফন করার ২ বছর পর সেখানে নতুন করে কাউকে দাফন করার রীতি রয়েছে। তবে আছে কবর স্থায়ী করার পদ্ধতি, সেক্ষেত্রে প্রায় কোটি টাকার মত খরচ হয়। রুবেলের চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হওয়ার পরিবারের স্বভাবতই সেই সাধ্য নেই।
গত ২২ এপ্রিল রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রূপা স্বামীর কবর জিয়ারত করতে এসে কবর স্থায়ীকরণের জন্য প্রধানমন্ত্রী ও মেয়রের কাছে আকুল আবেদন জানান। মানবিক দিক বিবেচনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রুবেলের কবর স্থায়ী করার সিদ্ধান্ত নেয়।
[caption id="attachment_198483" align="aligncenter" width="761"]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
গত ১৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান রুবেল। ফাইল ছবি[/caption]
এই সিদ্ধান্ত গ্রহণের সময় মেয়র আতিক ওমরা পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন। দেশে ফিরে শুক্রবার (২৯ এপ্রিল) রুবেলের বাসায় ছুটে যান তিনি।
এ সময় অশ্রুসিক্ত চোখে রুবেলপত্নী রূপা বলেন,
'মাননীয় মেয়রের কাছে আমি অসম্ভবরকমের কৃতজ্ঞ। রুবেল মারা যাওয়ার পর আসলে আমার একটাই চাওয়া ছিল। আমার আর কোনো চাওয়া নেই। রুবেলকে যেন আমরা দেখতে পারি। তার শরীরটা তো ঐখানেই আছে। আমরা পুরো পরিবার মেয়রের কাছে কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ জানাতে চাই।'
একইসাথে গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চৈতি আরও বলেন,
'মেয়র বলেছেন পারিবারিক অভিভাবক হিসেবে উনি থাকবেন সবসময়। আমরা হয়ত বিসিবিকেও পাশে পাব। আর কোনো চাওয়া নেই আসলে আমার। সবার কাছেই আমি কৃতজ্ঞ। গণমাধ্যম খবরটা মেয়রের কাছে পৌঁছে দিয়েছেন, নাহলে এটা হত না। আপনাদের কাছেও কৃতজ্ঞ।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।