মোশাররফ রুবেলের পরিবারের পাশে থাকার আশ্বাস বিসিবির

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2022-04-20T02:29:31+06:00
আপডেট হয়েছে - 2022-04-20T02:29:31+06:00
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানানো ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পরিবারকে সব ধরনের সমর্থনের আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন ও ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা দিয়ে রুবেলের পরিবারের পাশে থাকা হবে বলে জানিয়েছেন বোর্ডের ঊর্ধ্বতন কর্তারা।
[caption id="attachment_198011" align="aligncenter" width="466"]

দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের বিরুদ্ধে লড়াই করছিলেন রুবেল ও তার পরিবার। ফাইল ছবি[/caption]
২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হলে দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া চালিয়ে যেতে হয় রুবেলকে। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। এদিকে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হয়েছে তার পরিবার। এক পর্যায়ে মাথা গোঁজার ঠাই ফ্ল্যাটটিও বিক্রির পরিকল্পনা করা হয়েছিল।
দেশের ক্রিকেটের কিংবদন্তিতুল্য এই ক্রিকেটারের পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বিসিবি। মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।'তার পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দেন। আমরা সবাই যে যার জায়গা থেকে সবসময় পাশে থাকব। যেকোনো প্রয়োজনে, যেকোনো দরকারে, যেকোনো সহযোগিতায় আমরা অবশ্যই পাশে থাকব।'
[caption id="attachment_198412" align="aligncenter" width="960"]

রুবেলকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা করেছেন পরিবারের সদস্যরা। ফাইল ছবি[/caption]
বিসিবির শীর্ষস্থানীয় পরিচালক আকরাম খান জানান, বোর্ড ও ব্যক্তিগত উদ্যোগে ক্রিকেট অঙ্গন পাশে থাকবে প্রয়াত রুবেলের পরিবারের। তিনি জানান,
'আমরা ব্যক্তিগতভাবে বলুন আর বোর্ড হিসেবে বলুন, ওর পরিবারের সাথে আছি। যত ধরনের সহায়তায় আমরা থাকব।'
জালাল ইউনুস জানালেন, বিসিবি যেকোনো ধরনের সহযোগিতা করতে সবসময় প্রস্তুত আছে। আর এই সমর্থনটুকু রুবেলের পরিবারের প্রাপ্য বলেও মনে করেন ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান। তিনি বলেন,
'তার স্ত্রীর সাথে আমাদের যোগাযোগ আছে, বেশ কয়েক বছর ধরে বোর্ডের যোগাযোগ ছিল। তার ছেলেটা ছোট, সামনে ভবিষ্যৎ পড়ে আছে। কোনো ধরনের সমর্থন প্রয়োজন হলে আমরা প্রস্তুত। আমরা চাইব তার পরিবারকে সমর্থন দিতে। এটা আমাদের দায়িত্ব, এটা তাদের প্রাপ্য।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।