ম্যানেজমেন্টের কথা শোনেননি মুশফিক!

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2017-09-08T21:44:22+06:00
আপডেট হয়েছে - 2017-09-08T21:44:22+06:00
দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে
সাধারণত ব্যাট করে থাকেন চার নম্বরে। তবে সম্প্রতি দেখা গেছে এর ব্যতিক্রম। বিশেষ করে চট্টগ্রাম টেস্টে মুশফিক চারে ব্যাট করতে না নামায় এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
চারে মুশফিক কেন খেলেননি, এই ব্যাখ্যা
অধিনায়ক দিয়েছিলেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেই। মুশফিক জানান, একইসাথে উইকেটরক্ষক ও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে হয় বলে চার নম্বরে ব্যাট করতে নামা কঠিন হয়ে ওঠে তার জন্য। সেই সাথে তার দাবি, টিম ম্যানেজমেন্টের নির্দেশনায়ই চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে ব্যাট হাতে ক্রিজে নেমেছিলেন ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে।
তবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ঠিক উল্টো দাবি করেছেন। তিনি জানান, টিম ম্যানেজমেন্ট মুশফিককে চারেই ব্যাট করতে বলেছিল- কিন্তু টিম ম্যানেজমেন্টের কথা শোনেননি মুশফিক। বিসিবি সভাপতির এমন মন্তব্যে ক্রিকেট পাড়ায় দেখা দিয়েছে বিস্ময়।
শুক্রবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে নাজমুল হাসান পাপন জানান, চট্টগ্রাম টেস্টে মুশফিককে চার নম্বর ব্যাটসম্যান হিসেবেই খেলতে বলেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু মুশফিক সেই নির্দেশনা মানেননি।
এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মুশফিক জানিয়েছিলেন চার নম্বরে ব্যাট হাতে না নামার কারণ। মুশফিক বলেন, ‘এটা তো আসলে আমার ইচ্ছাতে হচ্ছে না। আমি যে শ্রীলঙ্কাতে কিপিং করিনি এটাও আমার ইচ্ছাতে ছিল না। আমার কিপিংয়ে কখনোই আপত্তি ছিল না। আমি বারবার বলেছি এখানে আমি একজন খেলোয়াড় হিসেবে ৪০-৫০ বছর খেলবো না, হয়তো ৫-৬ বছর খেলবো। আমি চেষ্টা করি আমার দলের জন্য যতটুকু সম্ভব সেরাটা দেওয়ার। সেখানে অধিনায়কত্ব না থাকলেও আমার কোন সমস্যা নেই। আবার ধরেন কিপিং না থাকলেও সমস্যা নেই।'
মুশফিক আরও বলেন, 'আমি ব্যক্তিগতভাবে অনুভব করি আমি শতভাগ দিতে পারছি কি না। এখন যদি বলে তোমাকে দ্বাদশ খেলোয়াড় হিসেবে শতভাগ দিতে হবে তাতেও আমি রাজি। সেটাতে আমার সমস্যা নেই। আমার কথা হচ্ছে টিম ম্যানেজমেন্ট আমাকে যেভাবে চায়, আমি সেভাবে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি।’
- সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম