রিয়াদের কাঠগড়ায় ব্যাটিং ব্যর্থতা, উদ্বিগ্ন ক্যাচ হাতছাড়ার মহড়ায়

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-03-05T19:09:01+06:00
আপডেট হয়েছে - 2022-03-05T19:12:46+06:00
সিরিজে এগিয়ে থেকেও আফগানিস্তানের কাছে দ্বিতীয় ম্যাচে প্রতিরোধহীন পরাজয়ে বড় পরাজয় বরণ করেছে বাংলাদেশ। এতে হাতছাড়া হয়েছে সিরিজ জয় ও র্যাংকিংয়ে উত্থানের সুযোগও। ৮ উইকেটের পরাজয়ে ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ জড়ো করে মাত্র ১১৫ রান। অথচ ব্যাটিং বান্ধব উইকেটে আফগানরা রান তুলেছে স্বাচ্ছন্দ্যে। ব্যাটিং ব্যর্থতা নিয়ে রিয়াদ তাই বেশ হতাশ।
তিনি বলেন,
'হ্যাঁ, হতাশাজনক। প্রথমত উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। আমরা প্রয়োজন অনুযায়ী পার্টনারশিপ গড়তে পারিনি, যথেষ্ট রান তুলতে পারিনি। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। ম্যাচটা যেভাবে শেষ হল তা অত্যন্ত হতাশাজনক।'
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
পার্টনারশিপ গড়তে না পারায় ব্যাট হাতে কাঙ্ক্ষিত রানের দেখা মেলেনি বলে মনে করেন রিয়াদ,
'১৫০-১৬০ রানের মত উইকেট না হলেও এখানে ১৩০-১৪০ রান করাই যায়। আমি ও মুশফিক একটি ভালো জুটি গড়ার চেষ্টা করছিলাম। তাদের মূল বোলাররা তখন বোলিং করছিল। আমরা আরও কিছু রান করতে পারলে ভিন্ন চিত্র হত হয়ত। যেটা বললাম- আমাদের ভালো পার্টনারশিপ হয়নি এটাই ব্যাটিং ব্যর্থতার কারণ। এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে।'
[caption id="attachment_193848" align="aligncenter" width="571"]

ফিল্ডিংয়ে আরও উন্নতি প্রয়োজন, মানছেন রিয়াদ।[/caption]
এই ম্যাচে বাংলাদেশ হাতছাড়া করেছে তিনটি ক্যাচ, যা জয়ের লড়াই থেকে ছিটকে ফেলেছে স্বাগতিকদের। ক্যাচ মিসের মহড়া দেখা যাচ্ছে প্রতি ম্যাচেই। রিয়াদ হতাশ এমন ফিল্ডিংয়ে।
তিনি বলেন,
'আমাদের এটার সমাধান বের করতে হবে। কয়েক ম্যাচ ধরে এমন হচ্ছে। পুরো দল হিসেবেই ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে।'
আবারও টি-টোয়েন্টির ময়দানে ফেরার আগে রিয়াদের প্রত্যাশা, বাকি দুই ফরম্যাটে দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করবে টাইগাররা,
'মে-জুনের দিকে আমরা আবার টি-টোয়েন্টি খেলব। তবে আমাদের সামনে ওয়ানডে ও টেস্ট আছে। আশা করছি একটু রিফ্রেশমেন্টের পর শক্তভাবে প্রত্যাবর্তন করব আমরা।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।