লিটন-জুনায়েদের দৃঢ়তায় চট্টগ্রামে ড্র

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2020-02-03T20:03:32+06:00
আপডেট হয়েছে - 2020-02-03T20:03:32+06:00
তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণাঞ্চল নিশ্চয়ই জয়ের স্বপ্নই দেখছিল। কিন্তু লিটন দাসের দৃঢ় শতক ও জুনায়েদ সিদ্দিকীর অর্ধ-শতকে দক্ষিণাঞ্চলের জয়ের স্বপ্ন বাস্তব হয়ে ধরা দেয়নি। উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের প্রথম রাউন্ডের ম্যাচ দিয়েই আসরের প্রথম ড্র দেখল অষ্টম বিসিএল।

ক্রিকেট লিগের ম্যাচে চট্টগ্রামে জয়ের জন্য উত্তরাঞ্চলের লক্ষ্য ছিল ৪৫৪ রান। বিনা উইকেটে ২২ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করা উত্তরাঞ্চল ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিল। তবে ৬১ রানে সাজঘরে ফেরেন মিজানুর রহমান (২৯)। ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি রনি তালুকদারও (৩৭)।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।




৭২ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করে দক্ষিণাঞ্চল। কিন্তু বাধা হয়ে দাঁড়ান জুনায়েদ ও লিটন। তৃতীয় উইকেটে ১২৫ রানের জুটি গড়েন দুজনে, একইসাথে দলের পরাজয়ও এড়িয়ে নেন।
১৬৮ বলের মোকাবেলায় ১০৩ রান করে অপরাজিত থাকেন লিটন। জুনায়েদ ১২৭ বলের মোকাবেলায় করেন ৬৭ রান। খেলা শেষ হওয়ার আগে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান জড়ো করে উত্তরাঞ্চল। অধিনায়ক নাঈম ইসলামের ব্যাট থেকে আসে ৪৩ রান।





এর আগে
ের শতকে ২৬২ রান জড়ো করে দক্ষিণাঞ্চল। জবাবে উত্তরাঞ্চল পড়ে শফিউল ইসলাম ও আব্দুর রাজ্জাকের বোলিং তোপে, পিছিয়ে থেকে গুটিয়ে যায় ২০৭ রানে। এরপর শাহরিয়ার নাফীস, শামসুর রহমান শুভ ও মাহমুদউল্লাহ রিয়াদের শতকে ৩ উইকেটে ৩৯৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়া দক্ষিণাঞ্চলের শফিউল ইসলাম পেয়েছেন ম্যাচসেরার খেতাব।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস- ২৬২
ফজলে ১২৫, শামসুর ২৭
সুমন ৬৭/৩, আরিফুল ৩০/২
উত্তরাঞ্চল ১ম ইনিংস- ২০৭
আরিফুল ৫৮*, রনি ৫৫
শফিউল ৪০/৬, রাজ্জাক ৭২/৪
দক্ষিণাঞ্চল ২য় ইনিংস- ৩৯৮/৩
নাফীস ১১১, শামসুর ১০৯, রিয়াদ ১০০*
আরিফুল ৫১/২, তাসকিন ৬৮/১
উত্তরাঞ্চল ২য় ইনিংস- ২৭৮/৪
লিটন ১০৩*, জুনায়েদ ৬১
রাজ্জাক ৬৬/২, রিয়াদ ১৫/১
ফল: ড্র
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।