হাসপাতাল থেকে ছাড়া পেলেন মোশাররফ রুবেল

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-04-15T20:06:13+06:00
আপডেট হয়েছে - 2022-04-15T20:12:08+06:00
স্বস্তির খবর মিলল ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে ঘিরে। তারকা এই ক্রিকেটার ব্রেন টিউমারে আক্রান্ত অনেক দিন ধরে। শারীরিক অবস্থার অবনতি হলে গত কয়েক দিন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন মোশাররফ রুবেল।
[caption id="attachment_198010" align="aligncenter" width="519"]

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোশাররফ রুবেল। ফাইল ছবি[/caption]
রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রূপা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।'আলহামদুলিল্লাহ, মোশাররফ রুবেলকে আজ হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। তিনি ভালো আছেন। সকলের দোয়াপ্রার্থী।'
২০১৯ সালে রুবেলের মস্তিস্কে টিউমার ধরা পড়ে। এরপর সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণের পর বেশ খানিকটা সেরে উঠেছিলেন। ক্রিকেটে ফেরারও চেষ্টা করেছিলেন। তবে করোনা মহামারীতে থমকে যায় রুবেলের ক্রিকেটীয় কার্যক্রম। এ সময় আবারও মাথাচাড়া দিয়ে ওঠে টিউমার।
[caption id="attachment_198011" align="aligncenter" width="466"]

প্রায় এক মাস চিকিৎসার পর বাসায় ফিরেছেন মোশাররফ রুবেল। ফাইল ছবি[/caption]
নতুন করে টিউমার ধরা পড়ার পর অবশ হয়ে যায় শরীরের এক পাশ। গত কয়েক মাস তাই হাসপাতালের বিছানায় কাটাতে হয়েছে তাকে। সর্বশেষ গত ১৪ মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে রুবেল এখন শঙ্কামুক্ত। তবে চিকিৎসা চালিয়ে যেতে হবে দীর্ঘদিন।
জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মোশাররফ হোসেন রুবেল। ঘরোয়া ক্রিকেটেও যথেষ্ট সফল একজন ক্রিকেটার তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচ খেলে তার ঝুলিতে আছে ৩৯২ উইকেট। ব্যাট হাতে দুইটি শতক ও ১৬টি অর্ধশতকে ৩৩০৫ রান তার সংগ্রহে।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।