SCORE

সর্বশেষ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আশা মুমিনুলের

Mominul Haque during playing a shot

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আরম্ভ হতে আরো অনেক দেরি। ইতিমধ্যে টেস্ট সিরিজকে সামনে রেখে ফিটনেস ক্যাম্প শুরু করেছে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। তবে নিজ দায়িত্বে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন মুশফিক পাশাপাশি বোলিংয়েও ঘাম ঝরিয়েছেন মাশরাফী মোর্ত্তাজা। দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আসার পরেই মূল অনুশীলন শুরু করবে ক্রিকেটাররা ।

এইদিকে মঙ্গলবার ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্প শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ব্যাটসম্যান মুমিনুল হক। অস্ট্রেলিয়া সিরিজকে ঘীরে নিজের পরিকল্পনার কথা জানান তিনি। নিজেদের মাটিতে সিরিজটি হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জিং দেখছেন মুমিনুল।

Also Read - বিপিএলের নতুন দল ‘সুরমা সিক্সেস’!

“যেকোন কন্ডিশনেই ওরা নিজেদের মানিয়ে নিতে পারে। তাছাড়া অস্ট্রেলিয়া স্পিন হোক কিংবা পেস, দুটাই ভালোভাবে মোকাবিলা করতে পারে। ওদের দলে বেশ কয়েকজন ভালো পেসার রয়েছে যারা জোরে বল করতে সক্ষম। আমার কাছে মনে হচ্ছে উইকেট স্পিন হোক বাঁ পেস, সিরিজটি চ্যালেঞ্জিং হবে।

অস্ট্রেলিয়া সিরিজকে ঘীরে নিজেদের প্রস্তুতি শুরু করলেও নিজেদের বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্বের কারণে বাংলাদেশে আসবে কিনা সেটা নিয়ে রয়েছে সংশয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের চেয়ে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে থাকলেও মুশফিক বাহিনীদের সাম্প্রতিক টেস্ট ফর্ম ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বলে আত্মবিশ্বাসী মুমিনুল তবে সিরিজ সমতা হলেও কোন সমস্যা দেখছেন না তিনি।

“আগের চেয়ে আমরা অনেক ভালো টেস্ট খেলছি। শেষ কয়েকটি সিরিজেও সেটির প্রমাণ রয়েছে। আমার বিশ্বাস অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা ২-০ তে জিতবো। সিরিজ ‘ড্র’ হলেও কোন সমস্যা নেই। তবে আমি চাওয়া, যেন সিরিজের দুটি ম্যাচই জিততে পারি।”

1 of 1

Related Articles

আইসিসির প্রামাণ্যচিত্রে বাংলাদেশের মেয়েরা

সেরা ছয়ে বাংলাদেশের চার

ডিউক বল বলেই বেমানান বাংলাদেশ?

পাইলট-মুশির আগে সোহান

নিজেদেরই দোষারোপ করছেন তামিম