SCORE

সর্বশেষ

ক্রিকেটকে বিদায় বললেন মাইকেল লাম্ব

Michael-Lumb

২০১০ সালে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এবং সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ইনজুরির কারণে বিদায় জানাচ্ছেন ক্রিকেটকে। বিষয়টি নিশ্চিত করেন তার কাউন্টি ক্রিকেট ক্লাব নটিংহ্যামশায়ারের ওয়েবসাইটে। সেখানে লেখেন মূলত গোড়ালির ইনজুরির কারণে এক প্রকার বাধ্য হয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই দক্ষিণ আফ্রিকার বংশদূত ইংলিশ ক্রিকেটার।

নটিংহ্যামশায়ারের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে লেখেন, “ক্রিকেট থেকে অবসর নিতে হচ্ছে, যা কিনা সত্যিই দুঃখের বিষয় আমার জন্য। কিন্তু আমাকে মেডিক্যালের সিদ্ধান্তের প্রতি অবশ্যই সম্মান দেখানো উচিত।”

Also Read - যেকোনো পজিশনে ব্যাটিং করতে প্রস্তুত সাব্বির

তিনি আরো যোগ করেন, “আমি আমার সকল সতীর্থদের ধন্যবাদ দিতে চাই এবং সকল কোচিং স্টাফ ও নটিংহ্যামশায়ার দলের সঙ্গে জড়িত সকল সদস্যেদেরকেও ধন্যবাদ দিতে চাই যারা কিনা এই দলে আমার জন্য অনেক অবদান রেখেছেন। একই কথা হ্যাম্পশায়ার ও ইয়র্কশায়ার দলের প্রতিও।”

ধন্যবাদ জানাতে ভুলেন নি তার সহধর্মিণী লিজিকেও। “আমি ক্যারিয়ারে এতদূর আসতে পারতাম না যদি না আমার স্ত্রী লিজি ও পরিবারের সমর্থন না থাকতো।”

দক্ষিণ আফ্রিকান এই বংশদূত ইংল্যান্ডের হয়ে তিনটি ওয়ানডে ও ২৭টি টি-টোয়েন্টি খেলেছেন মাইকেল লাম্প। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ওয়ানডে ম্যাচেই হাঁকিয়েছেন সেঞ্চুরি তবে ২০১৪ সালে তাঁদের বিপক্ষেই শেষ ওয়ানডে খেলেন মাইকেল লাম্ব।

1 of 1

Related Articles

ফুটবলের গোলরক্ষক থেকে ক্রিকেটার!

দায়িত্ব থেকে বিরতি নিলেন স্ট্রস

আগের থেকে ভালো করেই ফিরতে চান রাব্বি

বাংলাদেশকে নিয়ে আশা নেই পাপনের!

তহবিল গঠনে বিশ্ব একাদশ এর বিপক্ষে নামবে উইন্ডিজরা