SCORE

সর্বশেষ

আইপিএল-১১’তে ফেরার কথা ভাবছে কচি টাসকার্স

আইপিএলের একসময়ের জনপ্রিয় দল কচি টাসকার্স কেলারা আবারও আইপিএলে ফেরার কথা ভাবছে। সেক্ষেত্রে তাদের লক্ষ্য আইপিএলের আগামী আসর। অর্থাৎ, আইপিএল-১১ দিয়েই ফের প্রত্যাবর্তন করতে চাইছে দলটি।

জমজমাট আসর আইপিএলে কচি টাসকার্সের আবির্ভাব ঘটেছিল ২০১১ সালে। যদিও সেটিই ছিল হেভিওয়েট টুর্নামেন্টে দলটির একমাত্র অংশগ্রহণ। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই দলটির সব ধরণের চুক্তি বাতিল করলে ২০১১ সালের পর আর কোনো আসরে অংশ নেওয়া হয়নি কচির। তবে আবির্ভাবেই দর্শক নন্দিত হয়েছিল কমলা-বেগুনি জার্সিধারীরা।

Also Read - অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মুশফিক

অবশ্য কচি টাসকার্সের ফেরার ব্যাপারে পূর্ণ নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না এখনই। ভারতের উচ্চ আদালতে বর্তমানে চলছে দলটির নিয়ম-অনিয়ম নিয়ে আইনজীবীদের কথার লড়াই। সেই লড়াইর পরই সিদ্ধান্ত নেওয়া হবে তাদের প্রত্যাবর্তনের ব্যাপারে। যদিও লড়াই শেষে আবারও আইপিএলের টিকেট পাওয়ার সম্ভাবনাই বেশি কচির- এমনটাই জানিয়েছে ভারতের গণমাধ্যম।

কচি টাসকার্স কেরালার প্রত্যাবর্তন ঘটলে ২০১৮ আইপিএলে ফিরে আসা তৃতীয় দল হবে তারা। ইতোমধ্যে সাবেক দুই শিরোপা-জয়ী চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের আইপিএল-১১’তে প্রত্যাবর্তন নিশ্চিত হয়েছে। ফিক্সিং কেলেঙ্কারিতে দল দুটিকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

দুই বছর বিদেশি লিগে খেলবেন না মুস্তাফিজ

১০০ বলের ফরম্যাটের প্রস্তুতি শুরু করেছে ইংল্যান্ড

আইপিএল খেলে যাবেন ডি ভিলিয়ার্স

ইয়ো ইয়ো টেস্টে বাদ পড়লেন ভারতের স্টার ক্রিকেটার

কোহলি নন, মোহাম্মদ নবীর প্রিয় ডি ভিলিয়ার্স