SCORE

সর্বশেষ

নিজেকে অল-রাউন্ডার হিসেবেই দেখেন মাহমুদউল্লাহ

Mahmudullah

ক্যারিয়ারের শুরুটা বোলিং অল-রাউন্ডার হিসেব শুরু করলেও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর পুরোদমে ব্যাটসম্যান বনে যান মাহমুদউল্লাহ। জাতীয় দলে বল হাতে মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা অনেকটাই পূর্ণিমা রাতের চাঁদ দেখার মতো। তবে নিজেকেই একজন অল-রাউন্ডার হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন মাহমুদউল্লাহ।

“ব্যাটিং অল-রাউন্ডার? ক্যারিয়ারের শুরু থেকেই আমি নিজেকে ব্যাটিং অল-রাউন্ডার হিসেবেই খেলে এসেছি। এমনকি এখনো নিজেকে ব্যাটিং অল-রাউন্ডারই ভাবি। জাতীয় দলে যদি বল হাতে হাত ঘোরানোর সুযোগ পাই তাহলে অবশ্যই চেস্টা থাকবে নিজের শতভাগটা দিতে।”

Also Read - 'অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাটা অনেক বড় ব্যাপার'

মূলত ২০১৫ সালে ব্যাটিংয়ে আমূল পরিবর্তনের পর বল হাতে মাহমুদউল্লাহকে কমই দেখা গিয়েছে জাতীয় দলে। ব্যাটিংয়ে আরেকটু বেশি মনোযোগ দিতে বল করেন না শুনা গেলেও সেটিকে উড়িয়ে দিলেন রিয়াদ।

বাংলাদেশের প্রিমিয়ার লিগ (বিপিএল) এর গত আসরেও ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে দলের হাতে কার্যকরী ভূমিকা পালন করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বেশ কয়েকটি ম্যাচে নিজের দল খুলনা টাইটান্সকে বল হাতে নেতৃত্ব দিয়ে জয় উপহার দিয়েছেন দলকে। তবে জাতীয় দলে কেন রিয়াদকে বল হাতে দেখা যায় না, সেটি যেন কেবলই এক প্রকার রহস্য।

1 of 1

Related Articles

আইসিসির প্রামাণ্যচিত্রে বাংলাদেশের মেয়েরা

সেরা ছয়ে বাংলাদেশের চার

ডিউক বল বলেই বেমানান বাংলাদেশ?

পাইলট-মুশির আগে সোহান

নিজেদেরই দোষারোপ করছেন তামিম