SCORE

সর্বশেষ

অপরিবর্তিত ম্যানেজমেন্ট স্টাফেই প্রোটিয়াদের বাংলাদেশ মিশন

আর কদিন পরই দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন ওটিস গিবসন। দায়িত্ব পাওয়ার পর নতুন কোচের প্রথম মিশনই বাংলাদেশ সিরিজ।

অপরিবর্তিত ম্যানেজমেন্ট স্টাফেই প্রোটিয়াদের বাংলাদেশ মিশন

সাধারণত কোচ পাল্টালে এর সাথে পরিবর্তন আসে দলগুলোর ম্যানেজমেন্ট স্টাফেও। তবে এক্ষেত্রে সেই পথে এগোচ্ছে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড সিএসএ। পুরনো কোচিং স্টাফ নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে প্রোটিয়ারা।

Also Read - ভাইকিংসের কোচ হলেন নুরুল আবেদিন

গিবসনের আগে দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন রাসেল ডোমিঙ্গো। গিবসন দায়িত্ব নেওয়ার পর নিজের সুবিধার্থে নেওয়ার কথা পছন্দের সাপোর্ট স্টাফ। তবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান জানিয়েছেন, বাংলাদেশ সিরিজে দায়িত্ব পালন করবেন পুরনো স্টাফরাই। আর এই সিদ্ধান্ত এসেছে গিবসনের সাথে আলোচনার মাধ্যমেই।

সিএসএ সভাপতি জানান, বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করেই নিয়োগ দেওয়া হবে কোচের নতুন সাপোর্ট স্টাফ।

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সহকারী কোচের দায়িত্ব পালন করবেন অ্যাড্রিয়ান বিরেল। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে থাকছেন নেইল ম্যাকেঞ্জি এবং বোলিং কোচ হিসেবে চার্ল ল্যাঙ্গাভেল্ট। অন্যান্যদের মধ্যে থাকছেন স্পিন বোলিং পরামর্শক ক্লুড হেন্ডারসন, ভিডিও এনালিস্ট প্রসন্ন অ্যাগোরাম ও ম্যানেজার মোহাম্মদ মুসাজি।

গিবসন এখনও দায়িত্ব পালন করছেন ইংল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ হিসেবে। সেই দায়িত্ব শেষ করে আগামী সোমবার দক্ষিণ আফ্রিকা দলের সাথে যোগ দেবেন তিনি। দলের সাথে যোগ দিতে সাবেক ক্যারিবীয় ক্রিকেটারের কিছুটা বিলম্ব হওয়ায়ই নতুন স্টাফ নিয়োগের বদলে পুরনোদের বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।

স্বাগতিকদের বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজ খেলতে আর দুই দিন পরই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ২১-২৩ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর থেকে টেস্ট সিরিজের মধ্য দিয়ে শুরু হবে মূল লড়াই। দের মাস ব্যাপী সফরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা পরস্পরের মোকাবেলা করবে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচে।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

1 of 1

Related Articles

বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে দেখছেন গিবসন

বাংলাদেশ ‘কঠিন’ প্রতিপক্ষ

দক্ষিণ আফ্রিকার নতুন কোচ ওটিস গিবসন

দক্ষিণ আফ্রিকার কোচ হতে যাচ্ছেন গিবসন