SCORE

সর্বশেষ

এনসিএলে একটি ম্যাচই খেলছেন মাশরাফি?

তিন মাস আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ঐ ম্যাচে হেরে বিদায় নেওয়ায় আসরে টাইগারদের শেষ ম্যাচ ছিল সেটিই। এরপর আর কোনো ওয়ানডে ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের।

এনসিএলে একটি ম্যাচই খেলছেন মাশরাফি?

একই কারণে ঐ সময়ের পর আর পেশাদার ক্রিকেটার হিসেবে মাঠে নামা হয়নি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও দেশ সেরা পেসার মাশরাফি বিন মর্তুজার। আর মূলত সেজন্যই আসন্ন এনসিএলের উদ্বোধনী ম্যাচে নিজ বিভাগ খুলনার হয়ে মাঠে নামছেন তিনি।

Also Read - সাবেক ইংলিশ ব্যাটার ব্রিটিনের মৃত্যু

মাঝখানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেললেও এই ফরম্যাটে মাশরাফির অঘোষিত অবসর, আর তাই ঐ সময়টায় ছিলেন দর্শকের ভূমিকায়। দীর্ঘদিনের ম্যাচ-খরা কাটাতে ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার তাই বেছে নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেট আসর এনসিএলকেই, যেখানে মাশরাফি ফিরছেন তিন বছর পর!

ম্যাচে ফেরার প্রয়াস থেকেই এনসিএলে খেলা- এমনটি জানিয়ে সম্প্রতি মাশরাফি বলেন, অনেক দিন ম্যাচ খেলি না এর মাঝে (দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে) এক দিনের ম্যাচও নেই জাতীয় লিগ খেলার সিদ্ধান্ত সে কারণেই

অক্টোবরের ১০ তারিখ শেষ হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে চার দিন বিরতির পর। দক্ষিণ আফ্রিকার পাড়ি দিতে মাশরাফির তাই কার্যত কোনো ‘তাড়া’ নেই। সেই হিসেব থেকেই প্রশ্ন আসে, এনসিএলে কয় ম্যাচ খেলবেন মাশরাফি?

উত্তরে মাশরাফি জানালেন, আপাতত প্রথম ম্যাচের দিকেই দৃষ্টি তার- আপাতত প্রথম ম্যাচটা খেলে দেখি পরেরটা খেলব কি না পরে দেখা যাবে

আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ১৯তম জাতীয় ক্রিকেট লিগের টায়ার-১ এর ম্যাচে রংপুর বিভাগের মুখোমুখি হবে মাশরাফির খুলনা বিভাগ। ম্যাচটির ভেন্যু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

1 of 1

Related Articles

ঘরোয়া লঙ্গার ভার্শনে মনোযোগ মাশরাফির

বিসিএলের চতুর্থ রাউন্ডে খেলবেন রিয়াদ-মুশফিক

অথচ এখনও এনসিএলের পারিশ্রমিকই পাননি ক্রিকেটাররা!

‘ফার্স্ট ক্লাস ক্রিকেটের সাথে টেস্ট ক্রিকেটের বিস্তর ফারাক’

ক্রিকেটকে বিদায় জানানোর অপেক্ষায় রাজিন সালেহ