SCORE

সর্বশেষ

ওপারে পাড়ি জমালেন সেই রবিউল

ফাস্ট বোলার হিসেবে সুখ্যাতি ছিল রবিউল আলমের। ২০১৫ সালে কুমিল্লা জেলা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের আগে মানিগ্রাম আয়োজিত পেসার হান্টে কুমিল্লা অঞ্চলের সেরা বোলারের খেতাবও পেয়েছিলেন। এমনকি বিপিএলে কুমিল্লার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ট্রায়াল দিয়েও কুড়িয়েছিলেন প্রশংসা।

ওপারে পাড়ি জমালেন সেই রবিউল

তবে ২২ গজ দাপিয়ে বেড়ানো সেই ক্রিকেটার রবিউলকে আর দেখা যাবে না ক্রিকেট মাঠে। পৃথিবীর সকল মায়া কাটিয়ে বুধবার চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছেন তিনি।

Also Read - টসে হেরে ফিল্ডিংয়ে তামিমরা

দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল পেসার রবিউলের। আক্রান্ত ছিলেন ফুসফুস ও হৃদযন্ত্রের জটিলতায়ও। গত বছরের আগস্টে অনুশীলনের সময় অচেতন হয়ে পড়ে যাওয়ার পর তার শারীরিক সমস্যা ধরা পরে। ঢাকায় মাস চারেক চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হয় ভারতে। সেখানে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে চিকিৎসা নেন মোহাম্মদপুরের সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে।

সেখানে সাত মাস চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন রবিউল। সুস্থতার কারণে বাড়িতে স্থানান্তর করা হয় তাকে। কিন্তু বৃহস্পতিবার আবারও শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে হাসপাতালে নেওয়া হয় রবিউলকে। সেখানেই মেধাবী এই ক্রিকেটার তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(তার মৃত্যুতে বিডিক্রিকটাইম পরিবার গভীরভাবে শোকাহত)

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

1 of 1

Related Articles

শিরোপার দিকেই নজর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের

“কুমিল্লা ছাড়ার ব্যাপারটা পুরোটাই প্রফেশনাল”

বরিশালকে ছাপিয়ে পয়েন্ট তালিকার চতুর্থস্থানে চট্টগ্রাম