SCORE

সর্বশেষ

গুরুতর নয় তামিম-সৌম্যর ইনজুরিঃ ফিজিও

গত শুক্রবার থেকে বাংলাদেশ দলের দুশ্চিন্তার নাম তামিম ইকবালের ইনজুরি। শনিবার সেই দুশ্চিন্তার ভাজে যুক্ত হয় আরেক স্তর- ইনজুরিতে পড়েন সৌম্য সরকার।  টপ অর্ডারের সবচেয়ে উপরের দুই ব্যাটসম্যানের ইনজুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর অপেক্ষায় থাকা বাংলাদেশ শিবিরে দেখা দেয় অস্বস্তি।

সৌম্যর পাশে আছেন তামিম

শনিবার বিকেল পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছিল না তামিম ও সৌম্যর ইনজুরি সম্পর্কে। অনেকেই ভেবেছিলেন, প্রথম টেস্টে নাও খেলতে পারেন এই দুই বাঁহাতি ওপেনার। তবে তামিম ও সৌম্য কারও ইনজুরিই গুরুতর নয়- এমনটিই জানিয়েছেন জাতীয় দলের ফিজিও থিহান চন্দ্রমোহন।

Also Read - 'চাপমুক্ত' ক্রিকেটে মনোযোগ সবার

থিহান চন্দ্রমোহন বলেন,তামিমের পেশির ইনজুরি তেমন গুরুতর নয়। প্রথম টেস্টের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। সৌম্য ফিল্ডিংয়ের সময় কাঁধে ব্যাথা পেয়েছিলো। তবে তার ইনজুরিও গুরুতর নয়। আশা করি দুজনই খেলতে পারবেন প্রথম টেস্টে।

তামিম ও সৌম্য দুজনই ইনজুরির শিকার হন দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ দলের বিপক্ষে টাইগারদের তিন দিনের প্রস্তুতি ম্যাচে। ম্যাচের প্রথম দিনের চতুর্থ ওভারেই পেশিতে টান লাগে তামিমের। রিটায়ার্ড হার্ট হিসেবে মাঠ ছাড়েন তখনই। এরপর দ্বিতীয় দিনের খেলায় ফিল্ডিং করার সময় কাঁধে ব্যথা পান সৌম্য, শেষমেশ ব্যাট হাতেও নামতে পারেননি দ্বিতীয় ইনিংসে।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ৬ অক্টোবর। এরপর চারদিন বিরতির শেষে ১৫ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সমাপ্তি ঘটবে দুই ম্যাচের টি-২০ সিরিজের মাধ্যমে।

টেস্ট থেকে সাময়িক বিশ্রাম নেওয়ায় আসন্ন সিরিজে দলে নেই সাকিব আল হাসান। তামিম ইকবালের ইনজুরির কারণে বাংলাদেশ দলের দুশ্চিন্তা কিছুটা হলেও বেড়ে গিয়েছিল। ইনজুরির কারণে সৌম্য সরকারও দলে না থাকলে বাংলাদেশ দলকে একটু ঝামেলায়ই পড়তে হতো। তবে ফিজিওর কথায় দুজনের প্রথম টেস্টে খেলা এখন অনেকটাই নিশ্চিত।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

1 of 1

Related Articles

ডিউক বল বলেই বেমানান বাংলাদেশ?

নিজেদেরই দোষারোপ করছেন তামিম

রোনালদো, ফেদেরারের সাথে দেখা করতে মরিয়া তামিম

কবে হবে রিভিউয়ের সঠিক ব্যবহার?

হোল্ডারের পাঁচ উইকেট, বড় লিড পেয়েছে উইন্ডিজ