SCORE

সর্বশেষ

তামিমের বিশ্রামের ব্যাপারে জানেন না আকরাম-নান্নু

টানা ক্রিকেট থেকে বিরতি নিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান। অবশ্য বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বিশ্রাম চেয়েছেন ছয় মাসের জন্য। সেই হিসেবে সাকিব মিস করতে পারেন চলতি বছরের সবগুলো টেস্টই।

তামিমের বিশ্রামের ব্যাপারে জানেন না আকরাম-নান্নু

সাকিবের বিশ্রাম বিষয়ে ক্রিকেট পাড়ায় যখন ব্যাপক আলোচনা, তখনই চাউর হয়- বিশ্রাম নিতে চাচ্ছেন তামিম ইকবালও! ২৮ সেপ্টেম্বর শুরু হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হবে ১০ অক্টোবর। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। সেই ওয়ানডে সিরিজে বিশ্রাম চান তামিম- এমন খবর বেশ ঘটা করেই প্রচার করা হয়েছে কয়েকটি সংবাদমাধ্যমে।

Also Read - প্লেয়ার ড্রাফটের সম্প্রচারে মাছরাঙা ও জিটিভি

তবে তামিমের সাময়িক অবসরের ব্যাপারে কিছুই জানেন না বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ও জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

সাবেক অধিনায়ক আকরাম খান তামিমের আপন চাচাও। তামিম বিশ্রাম নিলে সে বিষয় ভালোই জানার কথা তার। কিন্তু আকরাম জানালেন, এ বিষয়ে এখনও কিছু জানেন না তিনি।

বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন,  তো এখন পাকিস্তানে দেশে আসুক, তারপর সব কিছু স্পষ্ট হবে আমি এখনও বিষয়ে কোনো কিছু জানি না

এই প্রসঙ্গে কিছু জানেন না প্রধান নির্বাচক ও দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নুও। ঐ সংবাদমাধ্যমকে নান্নু বলেন, না, বিষয়ে তো আমি কোনো কিছুই জানি না তামিম ছুটি চাইতে পারে, এমন গুঞ্জনও আমার কানে আসেনি

টেস্ট হোক বা ওয়ানডে, কিংবা টি-২০- তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান তামিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে তার বিশ্রামের গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে সেটি বাংলাদেশের জন্য দুঃসংবাদই।

বর্তমানে তামিম রয়েছেন লাহোরে। পাকিস্তানের বিপক্ষে ৩টি আন্তর্জাতিক ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলছেন তিনি। প্রথম ম্যাচে বিশ্ব একাদশ ২০ রানে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনে।

হাশিম আমলার সাথে ওপেনিংয়ে ব্যাট করেন  তামিম ইকবাল। তামিম ও আমলা উদ্বোধনী জুটিতে সংগ্রহ করেন ৪৭ রান। তামিম বড় ইনিংসের ইঙ্গিত দিলেও ফিরে যান ১৯ বলে ২৩ রান করে। সোহেল খানের বলে শোয়েব মালিকের হাতে ক্যাচ দেন তামিম। তার ইনিংসে ছিল ২ চার ও ১ ছক্কা

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

1 of 1

Related Articles

আর্জেন্টিনা হেরেছিল বাংলাদেশের কাছেও!

ভিনদেশী লিগে খেলার ব্যাপারে আরও কঠোর হচ্ছে বিসিবি

মুস্তাফিজকে কারণ দর্শানোর নোটিশ

মুস্তাফিজের উপর ক্ষিপ্ত বোর্ড

আফগান সিরিজেও প্রধান কোচের দায়িত্বে ওয়ালশ!