SCORE

সর্বশেষ

বৃষ্টিতে ভেসে গেলো যুবাদের ম্যাচ

টানা বৃষ্টির কারণে ভেসে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার শনিবারের ম্যাচ। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এদিন।

দল নির্বাচনে দু'দিন সময় নিলো বোর্ড

খেলা সম্পন্নের লক্ষ্যে মাঠেও নেমেছিল দু-দল। চোখ জুড়ানো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাট করতে পাঠিয়েছিলেন আফগান যুবাদের অধিনায়ক নাভীন-উল-হক। ব্যাট করতে নেমে ভালো করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। বৃষ্টির কারণে ইনিংসের দৈর্ঘ্য কমে হয় ৪৫ ওভার। যদিও সেই সীমাটাও স্পর্শ করতে পারেনি বাংলাদেশের ইনিংস।

Also Read - 'এলগারের ধৈর্যশীল ইনিংসের এমন সমাপ্তি ব্যথিত করেছে'

৪৩ ওভার খেলে ৯ উইকেটে ১৮২ রান সংগ্রহের পরপরই সিলেটে শুরু হয় তুমুল বৃষ্টি। মুষলধারে ঝরা বৃষ্টি না থামায় শেষমেশ আর মাঠে নামা হয়নি দুই দলের ক্রিকেটারদের। অগত্যা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

বাংলাদেশের পক্ষে মোহাম্মদ রাকিব ৪৬ এবং মাহিদুল ইসলাম অঙ্কন ৪৪ রান করেন। আফগানিস্তানের ইউসুফ জাজাই চারটি এবং মুজীব শিকার করেন তিনটি উইকেট।

ফলাফল বেরিয়ে না আসলেও এই ম্যাচের মধ্য দিয়ে বয়সভিত্তিক জাতীয় দলের অভিষেক হয়েছে বাংলাদেশের ইয়াসিন আরাফাতের। সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে আগামী ২, ৪ ও ৬ অক্টোবর।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

1 of 1

Related Articles

এইচপি থেকে ‘এ’ দলে জায়গা পাওয়ার লড়াই

যুব এশিয়া কাপের ভেন্যু চট্টগ্রাম ও কক্সবাজার

মাশরাফিতে মুগ্ধ অনিক

নতুন পেসারদের খোঁজে রমানায়েকে

যুব বিশ্বকাপের সেরা একাদশে আফিফ