SCORE

সর্বশেষ

কোহলিকে বিশ্রাম দিয়ে ভারতের ওয়ানডে দল!

অবশেষে গুঞ্জনই সত্যি হল! ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দিচ্ছে বিসিসিআই- এমন খবর বাতাসে ভাসছিল অনেকদিন ধরেই। অবশেষে সেটাই নিলো বাস্তব রূপ। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে ভারতীয় স্কোয়াড, যেখানে নেই কোহলির নাম।

পাঁচ ডাক মেরে কপিলকে স্পর্শ করলেন কোহলি

নিয়মিত অধিনায়ক কোহলির অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দলে নতুন সদস্য হিসেবে ডাক পেয়েছেন ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার ও সিদ্ধার্থ কাউল। কোহলি ছাড়াও ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে।

Also Read - দুই পেরেরার পর দেশে ফিরছেন মালিঙ্গাও

মাসখানেক আগে গুঞ্জন ওঠে, দীর্ঘদিনের প্রেমিকা আনুশকা শর্মাকে এই ডিসেম্বরেই বিয়ে করতে যাচ্ছেন কোহলি। আর এ কারণেই তিনি বিসিসিআইয়ের কাছে চেয়ে বসেন বিশ্রাম। সে সময় জাতীয় দল থেকে বিশ্রাম নিয়ে আলোচনায় ছিলেন সাকিব আল হাসানও। তাই কোহলির বিশ্রাম নেওয়ার বিষয়টি দেশের গণমাধ্যমে বেশ গুরুত্ব পায়।

অবশ্য ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম নিলেও টেস্ট সিরিজের বাকি একটি ম্যাচে খেলবেন কোহলি। আগামী ২ ডিসেম্বর শুরু হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচের জন্য দলে কোনো পরিবর্তন আনেননি নির্বাচকরা। তবে একাদশে দেখা যেতে পারে বিশ্রামে থাকা দুই ক্রিকেটার রোহিত শর্মা ভুবনেশ্বর কুমারকে। টেস্টে বিশ্রামে থাকা আরেক ক্রিকেটার হার্দিক পাণ্ডে ফিরেছেন ওয়ানডে স্কোয়াডে।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার মধ্যে প্রেম বিনিময় চলছে। কোহলির অনুপস্থিতি বা বিশ্রাম হতে পারে দুজনের পরিনয়ের কারণ।

একনজরে ভারতের ঘোষিত দলঃ রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, কেদার যাদব, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুযবেন্দ্র চাহাল, জাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল।

আরও পড়ুনঃ ২০ রানের কমতি দেখছেন রনকি

1 of 1

Related Articles

কোহলির ক্যারিয়ার সেরা রেটিং, রুটের লাফ

অধিনায়ক কোহলির নতুন রেকর্ড

ভারতের কাছে পাত্তাই পেল না ইংল্যান্ড

হেলস বীরত্বে রুদ্ধশ্বাস জয়ে সিরিজে সমতায় ইংল্যান্ড

রাহুল কুলদীপে ভারতের দাপুটে শুরু