SCORE

সর্বশেষ

‘ধোনি আর মিসবাহর মতো ঠাণ্ডা মাথার অধিনায়ক মাহমুদউল্লাহ্‌’

মাহমুদউল্লাহ্‌ রিয়াদ- জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সেই সাথে দেশের অন্যতম সেরা ক্রিকেটারও। চলমান বিপিএলে তিনি নেতৃত্ব দিচ্ছেন খুলনা টাইটান্সকে, যে দলের আইকন ক্রিকেটারও তিনি। গত আসরের খুলনার নেতৃত্ব ছিল তার কাঁধে।

জুনায়েদ খান- খুলনা টাইটান্সের জার্সি গায়ে খেলেছিলেন চতুর্থ বিপিএলেও।

একই দলের সদস্য হওয়ায় মাহমুদউল্লাহ্‌কে কাছ থেকে দেখেছেন পাকিস্তানি পেসার জুনায়েদ খান। আর তার দৃষ্টিতে, মাহমুদউল্লাহ্‌ মহেন্দ্র সিং ধোনি কিংবা মিসবাহ-উল-হকের মতো ঠাণ্ডা মাথার খেলোয়াড়।

সম্প্রতি শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে জুনায়েদ খান বলেন, ‘মাহমুদউল্লাহর নেতৃত্ব অসাধারণ। ধোনি আর মিসবাহর মতো ঠাণ্ডা মাথার অধিনায়ক তিনি। তিনি সব সময় সিনিয়রদের সম্মান করেন এবং তাদের প্রয়োজন মতো পরামর্শ দেন। কোনো বোলার, ব্যাটসম্যান কিংবা ফিল্ডার ভুল করলে তিনি এগিয়ে এসে পরামর্শ দেন। মাহমুদউল্লাহ কখনোই রেগে যান না, আর ঠাণ্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন।’

Also Read - ৯৬ বছরের রেকর্ড ভেঙে ১৯১ বলে ত্রিশতক!

ভবিষ্যতে মাহমুদউল্লাহ্‌র জাতীয় দলে নেতৃত্ব দানের সম্ভাবনাও দেখছেন জুনায়েদ, ‘অবশ্যই তার সম্ভাবনা আছে। তিনি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন। শুধু খুলনা টাইটানস নয়, জাতীয় দলের পক্ষেও ভালো খেলছেন তিনি। মাশরাফির বিদায়ের পর মাহমুদউল্লাহ, তামিম বা সাকিবের ওয়ানডে অধিনায়ক হওয়ার উজ্জ্বল সম্ভাবনা। তবে অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহকেই এগিয়ে রাখবো আমি।’

২৮ বছর বয়সী এই পেসার জানান, চলমান বিপিএল বেশ উপভোগ করছেন তিনি। তিনি বলেন, ‘আমি বিপিএল দারুণ উপভোগ করছি। গত বছরও আমি খুলনার হয়ে দারুণ সময় কাটিয়েছি। বাংলাদেশে এলে কখনোই মনে হয় না বিদেশে আছি। মনে হয় আমি পাকিস্তানে, নিজের দেশেই আছি।’

উল্লেখ্য, এখন পর্যন্ত বিপিএলের পয়েন্ট টেবিলে খুলনা টাইটান্সের অবস্থান সবার শীর্ষে। আট ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছে মাহমুদউল্লাহ্‌র দল, হেরেছে দুটিতে এবং একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় টেবিলের নিচের দিকের দল রাজশাহী কিংসের মুখমুখ হবে খুলনা টাইটান্স।

আরও পড়ুনঃ শীর্ষস্থান ধরে রাখতে চায় খুলনা

Related Articles

মুম্বাই ইন্ডিয়ান্স ও মুস্তাফিজের সেতু তবে মাহেলাই!

‘বিপিএল খেললে নিজের লেভেলটা বোঝা যায়’

বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা ধ্রুব’র

‘সুযোগ পেলে জায়গা ছাড়বো না’

রাহীর লক্ষ্য এখন জাতীয় দল