SCORE

সর্বশেষ

প্রকাশ হলো হাথুরুর সঙ্গে মুশফিকের দ্বন্দ্বের কথা

হাথুরুসিংহে অধ্যায় বাংলাদেশ ক্রিকেটে এখন অতীত। তবে সাংবাদিকদের সাথে আলাপকালে সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি ) এর প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন  স্বীকার করেছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এর সাথে হেডকোচের দ্বন্দ্বের কথা।

আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছিল সাদা পোশাকের কাপ্তানের সাথে কোচের বোঝাপড়ার অমিল। বেশ কয়েকবার সেটা দেখা গিয়েছে বিভিন্ন প্রেস কনফারেন্সে। সাংবাদিকদের সাথে নানা বিষয়ে কথা বলার সময় এ দ্বন্দ্বের সত্যতা টের পাওয়া যায়।

Also Read - উত্তাপ ছড়িয়ে ড্র কলকাতা টেস্ট

তবে এতদিন পর্যন্ত ঢাক গুড় গুড় করেই চালিয়েছে বিসিবি। পদত্যাগ করেছেন হাথুরু। আর সেই সত্যটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে পাপন বলেন, ‘ মুশিফিকের এমন কিছু বক্তব্য গিয়েছে যাতে সে ( চন্ডিকা হাথুরুসিংহে ) আগে অস্ট্রেলিয়া সিরিজের পরে আমাদের বলেছে যে সে একটু অস্বস্তি বোধ করে। এই সিরিজ ( দক্ষিণ আফ্রিকা সফর ) যেহেতু হয়েছে এটা আরো দুইবার সে জন্য হতে পারে।’

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টে টস জিতে বোলিং নেয়ার সিদ্ধান্ত নিয়ে ব্যপক সমালোচনার শিকার হন বাংলাদেশ দলের টেস্ট কাপ্তান মুশফিক। সংবাদ সম্মেলনে এটা তাঁর একার সিদ্ধান্ত না বলে জানিয়ে কোচের রোষানলে পরেন তিনি। সে টেস্ট হারে বাংলাদেশ।

২য় টেস্টে তাঁর ফিল্ডিং পজিশন নিয়ে প্রশ্ন উঠে মিডিয়ার। তিনি অধিনায়ক হয়ে কেন সীমানার কাছে ফিল্ডিং করেন এমন প্রশ্নের জবাবে মুশফিক জানান, টিম ম্যানেজম্যান্ট এর সিদ্ধান্ত। তিনি সামনে ভালো ফিল্ডিং করতে পারেন না বলে টিম ম্যানেজম্যান্ট তাকে জানিয়েছে। সেই টেস্টে ইনিংস হারের লজ্জায় ডুবে বাংলাদেশ।

এসব বক্তব্য নিয়ে মিডিয়া পাড়ার আলোচনায় আসে হাথুরু ও মুশফিক দ্বন্দ্ব। সে দ্বন্দ্বের কথা হাথুরুর পদত্যাগ পত্র জমা দেয়ার পরই ইঙ্গিত দেন বিসিবি বস। তবে সরাসরি কিছুই বলেন নি কখনও। আজ অবশ্য খোলাখুলিই বললেন এ বিষয় নিয়ে। সিনিয়রদের সাথে যে কোচের সম্পর্কটা ভালো ছিল না সেটা বেশ কয়েকবারই বের হয়ে এসেছে মিডিয়ায়।

আরো পড়ুনঃ

বিগ ব্যাশে ডাক পেয়েছেন রুমানা ও খাদিজা

1 of 1

Related Articles

বল টেম্পারিং ইস্যুতে নিষিদ্ধ হাথুরুসিংহে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরছেন ম্যাথিউস, শঙ্কায় চান্দিমাল

৭ জুলাই যোগ দিচ্ছেন ম্যাকেঞ্জি

গুরুতর অপরাধে অভিযুক্ত হাথুরুসিংহে

হাথুরুসিংহেদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ!