SCORE

সর্বশেষ

সুপার ফোর নিয়ে আশাবাদী মুমিনুল

বিপিএলে রাজশাহী কিংসের হাতে রয়েছে আর চারটি ম্যাচ। সুপার ফোরে যেতে হলে চার ম্যাচে জয়ের বিকল্প নেই। একটি কিংবা দুইটি পরাজয় ছিটকে দিতে পারে রাজশাহী কিংসকে। সুপার ফোরে যাওয়ার পথটা রাজশাহী কিংসের জন্য মোটেও মসৃণ নয়। তবে সেই অমসৃণ পথ পাড়ি দেওয়ার ব্যাপারে আশাবাদী দলটির ওপেনার বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক।

সুপার ফোর নিয়ে আশাবাদী মুমিনুল

গত বিপিএলেও এমন অবস্থায় ছিল রাজশাহী কিংস। প্রথম ছয় ম্যাচে জিতেছিল দুইটি ম্যাচ। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চতুর্থ স্থানে থেকে সুপার ফোরে খেলে রাজশাহী কিংস। সেখান থেকে এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ জিতে ফাইনালও খেলেছিল রাজশাহী কিংস। এবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মুমিনুলের।

Also Read - ভালোভাবেই ঘুরে দাঁড়াবে সাইফউদ্দিন : রাইট

তিনি বলেন, “গত আসরেও আমরা এমন পরিস্থিতিতে ছিলাম। পরে চট্টগ্রাম এসে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। এবারও চিটাগংয়ে এসে ভালো করার চেষ্টা করছি। এখনো আমাদের দুইটা ম্যাচ আছে এখানে। চেষ্টা করবো জেতার। আমার কাছে মনে হয়, আমরা সুপার ফোরে উঠতে পারবো।”

বিপিএলে দারুণ খেলছেন মুমিনুল হক। রান করেছেন ১৮৪। সীমিত ওভারের ক্রিকেটে দলে জায়গা না পেতে পেতে নামের সাথে  ‘টেস্ট ব্যাটসম্যান’ তকমা জুড়ে গেলেও মুমিনুল মনে করেন নিজেকে প্রমাণ করার কিছুই নেই। যেকোনো ফরম্যাটই হোক না কেনো, ভালো করতে চান এ বাঁহাতি।

মুমিনুল বলেন, “আমি যেটা অনুভব করি, আমার প্রমাণ করার কিছু নাই, চ্যালেঞ্জের কিছু নাই। গত কয়েক মাস ধরে আমি আমার ব্যাটিং আরো উন্নতি করার চেষ্টা করছি। টেস্ট-ওয়ানডে বা টি-টোয়েন্টি; ফরম্যাট যাই হোক ভালো কিছু করতে চাই। উন্নতির জন্য খুব পরিশ্রম করছি। অল্প অল্প করে উন্নতি হচ্ছে।”

সোমবার পয়েন্ট টেবিলের শীর্ষ দল খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী কিংস। এটিকে চ্যালেঞ্জ বলছেন মুমিনুল। তবে তিনি মনে করেন, শুধু রাজশাহী নয় চাপে থাকবে খুলনাও। নিজেদের গত ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে রাজশাহী কিংস। বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে ড্যারেন স্যামিরা। খুলনাকে হারালে পঞ্চম স্থানে চলে আসবে তারা।

আরও পড়ুনঃ ভালোভাবেই ঘুরে দাঁড়াবে সাইফউদ্দিন : রাইট

 

Related Articles

অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে

বিপিএলের ভাগ্য বরণ করে নিল এসএলপিএল

“মাশরাফি ভালো মানুষ, নরম মানুষ”

এ বছর হচ্ছে না বিপিএলের আদলে টি-২০ টুর্নামেন্ট

সামর্থ্য বিচারে রংপুরকে ইঙ্গিত গেইলের