SCORE

সর্বশেষ

এক ম্যাচে এনামুলের ১৯ নো বল

জাতীয় ক্রিকেট লিগে এক বিষ্ময়কর কাণ্ড ঘটিয়েছেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। বল হাতে কোনো কীর্তি নয়, এনামুল হক জুনিয়র বিষ্ময় জাগিয়েছেন ১৯ টি নো বল করে।

এক ম্যাচে এনামুলের ১৯ নো বল
এক ম্যাচে এনামুলের ১৯ নো বল

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম বিভাগের মুখোমুখি হয় সিলেট বিভাগ। ম্যাচটিতে সিলেট বিভাগের এ স্পিনার দুই ইনিংস মিলিয়ে নো বল দিয়েছেন ১৯ টি।  একজন স্পিনারের এতগুলো নো বলে অবাক হওয়াটাই স্বাভাবিক।

প্রথম ইনিংসে মাত্র ১৩ ওভার বোলিং করেছেন এনামুল হক জুনিয়র। ৪৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। এ ১৩ ওভারে নো বল দেন ছয়টি। পরের ইনিংসে ৪১ ওভার বোলিং করে ১৩১ রানের বিনিময়ে ৩ উইকেট পান তিনি। এ ইনিংসে এনামুল নো বল করেন ১৩ টি।

Also Read - রাজিনের দৃঢ়তায় সিলেটের রক্ষা

এবারের আসরে তিন ম্যাচে ১৬ উইকেট শিকার করেছেন এনামুল হক। তিন ম্যাচেই ছিল এনামুলের নো বলের সমস্যা। তিন ম্যাচ মিলিয়ে এনামুল হক নো বল করেছেন ৩৭ টি। চট্টগ্রামে ঢাকা মেট্রোর বিপক্ষে দুই ইনিংসে ১০ উইকেট শিকার করেছিলেন এ বাঁহাতি স্পিনার। ঐ ম্যাচে তিনি নো বল করেছিলেন ১৫ টি।  প্রথম ইনিংসে ৩৪ ওভার বোলিং করে ৬ টি নো বল করেন তিনি। পরের ইনিংসে নো বলের মাত্রাটা আরো বেড়ে যায়। ২১ ওভার ২ বল বোলিং করে নো বল দেন ৯ টি।

এনামুলের এমন নো বলের পসরায় অবাক হয়েছেন অনেকেই। অনেকে মনে করছেন গুরুত্বপূর্ণ কোনো ম্যাচে এত নো বল করলে তদন্তের মুখোমুখি হতে হতো তাকে।

জাতীয় ক্রিকেট লিগের নিয়মিত মুখ এনামুল হক জুনিয়র বাংলাদেশের হয়ে খেলেছেন ১৫ টি টেস্ট ও ১০ টি ওয়ানডে। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে ম্যাচসেরা হয়েছিলেন এনামুল। ২০১৩ সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি তাকে। এখন পর্যন্ত ১১২ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এ ৩১ বছর বয়সী স্পিনার।

আরও পড়ুনঃ রাজিনের দৃঢ়তায় সিলেটের রক্ষা

 

Related Articles

ছুটি কমেছে টাইগারদের

ঘরোয়া লঙ্গার ভার্শনে মনোযোগ মাশরাফির

মাইলফলকের সামনে রাজ্জাক

অল্পের জন্য তামিমকে ছাড়িয়ে যেতে পারলেন না মিজানুর

নিজেকেও ছাড়িয়ে গেলেন মুমিনুল