SCORE

সর্বশেষ

কুমিল্লাকে কারণ দর্শানোর নোটিশ বিসিবির

বিপিএলের চলতি আসরকে কেন্দ্র করে আলোচনা-সমলোচনার শেষ নেই। টুর্নামেন্টের শুরু থেকেই বাজে পিচ, টিভি সম্প্রচার সহ রয়েছে নানান অভিযোগ। ইতোমধ্যে মিরপুরের বাজে উইকেটের সমলোচনা করেছেন মাশরাফি মুর্তজা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ, তামিম ইকবাল ও ব্রেন্ডন ম্যাককালাম।

না খেলেই ফাইনালে যেতে চায় কুমিল্লা!

উইকেটের সমলোচনা করায় তামিমকে নোটিশ পাঠানো হয়েছে বিসিবি থেকে। উইকেট, সম্প্রচারের পর বিপিএলে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্সের ম্যাচকে ঘিরে। টুর্নামেন্টের শুরুতেই কোন কারণে ম্যাচ না হলে রিজার্ভ-ডে রাখেনি বিপিএল গভর্নিং বডি।

Also Read - বিসিবির স্ট্যান্ডিং কমিটিতে রদবদল

তবে বৃষ্টির কারণে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত না হলে সেটি নির্ধারণ করা হয় তার পরের দিন। যদিও আগে থেকেই সূচিতে কোন রিজার্ভ-ডে না থাকায় ম্যাচটি দ্বিতীয় দিনে খেলার পক্ষে ছিল না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের মতে বিসিবি এটি করলে আইনের কাছে দ্বারস্থ হবে জানিয়েছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি।

তবে নানা নাটক শেষে দ্বিতীয় দিনে ম্যাচটি খেলতে সম্মতি জানিয়েছে কুমিল্লা। মূলত গতকাল শুরুর দিকে কয়েক ওভার মাঠে গড়ালেও বৃষ্টির কারণে সম্পন্ন হয়নি পুরো খেলা। নিয়ম অনুযায়ী কোন কারণে খেলা না হলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটিই যাবে ফাইনালে কিন্তু টুর্নামেন্টের এমন সময়ে রিজার্ভ-ডে রাখার কারণ এখনো ধোঁয়াশাই রয়ে গেছে।

তবে নিয়মের বাইরে দ্বিতীয় দিন ম্যাচটি গড়ালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজিং ডিরেক্টর নাফিজা কামাল নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। তার ওই পোস্টকে কেন্দ্র করে কুমিল্লার উপর চটেছে বিসিবি। যার কারণে কুমিল্লাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিসিবি।

গতকাল বৃষ্টির কারণে সঠিক সময়ে ম্যাচ শুরু না হওয়াতে সুপার ওভারে ম্যাচটি আয়োজন করতে চেয়েছিল বিসিবি। তবে এটিতে সম্মতি ছিল না কুমিল্লার অধিনায়ক তামিম, নাফিজা ও বিসিবির সাবেক সভাপতি আহম মোস্তফা কামাল। এক পর্যায়ে দেখা যায় মাঠে খোলা আকাশের নিচে ম্যাচটি নিয়ে আলোচনা করতে দেখা যায় কুমিল্লা অধিনায়ক সহ সাবেক বিসিবি সভাপতি এবং জালাল ইউনুস, শেখ সোহেল, মাহবুব আনমদের ।

ম্যাচটি দ্বিতীয় দিনে গড়ানোয় নাফিজা কামালের প্রকাশ্য সমলোচনায় বিসিবি চটেছে কিনা সেটাও দেখার বিষয়। তবে এগুলোকে অযৌক্তিক বলে উড়িয়ে দিলেন জালাল ইউনুস। মূলত উইকেট নিয়ে সমলোচনা করায় কুমিল্লাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

“এ কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে মূলত উইকেট নিয়ে কথা বলায়। এটা প্রথমে তামিমকে পাঠানো হয়েছিল। পড়ে তাকে কোচ সমর্থন কথায় তাকেও কারণ দর্শাতে বলা হয়েছে। যার সঙ্গে গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনার কোন সম্পর্ক নেই। এবং এই নোটিশ দেওয়া হয়েছে তামিম ও সালাউদ্দিন মিডিয়ার সঙ্গে কথা বলার পরই।”

 


আরও পড়ুনঃ বিসিবির স্ট্যান্ডিং কমিটিতে রদবদল

 

1 of 1

Related Articles

“মাশরাফি ভালো মানুষ, নরম মানুষ”

রশিদকে নিয়ে ভাবতে মানা তামিমের

ত্রুটিই ধরা পড়ল আল-আমিনের বোলিংয়ে

তামিমের শুনানি আজ

টেস্ট নিয়ে তাড়াহুড়া নেই সাইফউদ্দিনের