SCORE

সর্বশেষ

বিয়ে করে ফেললেন কোহলি ও আনুশকা

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করে ফেললেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা!

বিয়ে করতে যাচ্ছেন কোহলি আনুশকা

ফিল্মফেয়ার জানিয়েছে, গত ৯ ডিসেম্বর ইতালির মিলানে বিয়ের পিঁড়িতে বসেন কোহলি ও আনুশকা।

Also Read - এবার বিসিবির নজর কারস্টেনের দিকে

দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করে আসছেন ভারত জাতীয় দলের অধিনায়ক ও বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং গ্ল্যামার ওয়ার্ল্ডের আলোচিত ও জনপ্রিয় তারকা আনুশকা শর্মা। তাদের দুজনকে চেনেনা এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর তাই এই দুজনের প্রেমও সবসময় থেকেছে খবরের শিরোনাম হয়ে।

প্রায় পাঁচ বছর ধরে মন লেনাদেনা চলছে কোহলি এবং আনুশকার। ক্রিকেট ও বিনোদন অঙ্গনে আগে থেকেই ঘোর গুঞ্জন ছিল, চলতি ডিসেম্বরেই দুজনের প্রেম রুপ নিচ্ছে পরিণয়ে। ভারতীয় গণমাধ্যমের এমন দাবির পেছনে শক্ত প্রমাণ হিসেবে কাজ করেছিল কোহলির সাম্প্রতিক বিশ্রাম-তত্ত্বও।

ভারতে চলছে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে স্বাগতিক জাতীয় দলের ওয়ানডে সিরিজ। যদিও সিরিজে অংশ নিচ্ছেন না কোহলি। সিরিজ শুরুর মাসখানেক আগেই সিরিজ থেকে বিশ্রাম চেয়ে বোর্ডকে অবহিত করে আলোচনায় এসেছিলেন বিরাট কোহলি। তখনই জানা গিয়েছিল, বিয়ের কাজটা সেরে ফেলতেই কোহলির এই বিশ্রাম চাওয়া!

অবশেষে গুঞ্জনই হয়েছে সত্যি। সোমবার রাত সাড়ে আটটায় খোদ আনুশকা নিজেই জানানোর কথা কোহলির সাথে তার পরিণয়ের প্রসঙ্গ।

জনপ্রিয় দুই তারকার বিয়ে খুশির খবর হলেও এতে অবশ্য ভারতের খেলোয়াড়-কর্তারা একটু মন খারাপ করতেই পারেন! দলের সেরা খেলোয়াড়কে ছাড়া মাঠে নামা যেকোনো দলের জন্যই দুঃসংবাদ। কোহলিকে ছাড়া প্রথম ওয়ানডেতে মাঠে নেমে ভুগেছেও স্বাগতিকরা। সফরকারীদের কাছে ঐ ম্যাচ হেরেছে বাজেভাবে। তবে ভারতীয়রা কোহলির উপস্থিতি মিস করলেও খুশি হতে পারেন লঙ্কান ক্রিকেটাররা। চলতি বছর ক্রিকেটীয় দিক থেকে খুবই বাজে সময় কাটছে শ্রীলঙ্কার। ভারত সফরের আগে দলটি পাকিস্তানের কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় ডুবেছে। এছাড়া এক বছরে তিনটি পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার দুঃস্মৃতির রেকর্ডটাও করে নিয়েছে নিজেদের। তাছাড়া ওয়ানডে সিরিজের আগে ভারতের কাছে হেরেছে টেস্ট সিরিজ। কোহলির অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা একটু আলোর দেখা পায় কি না, দেখার বিষয় এখন সেটিই!

আরও পড়ুনঃ নতুন মাইলফলক স্পর্শ মাশরাফির

1 of 1

Related Articles

কোহলি-আনুশকাকে আইনি নোটিশ

কোহলির মাঠের বাইরের অধিনায়ক আনুশকা!

উৎসুক ভক্তদের উপর চটেছেন কোহলি

“আনুশকার সামনে জয় পাওয়া গৌরবের”

আনুশকার কৃতিত্ব অসামান্য: কোহলি