SCORE

সর্বশেষ

পাণ্ডেকে পুলিশে দিয়েছিলেন পোলার্ড!

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের মাঠে টেস্ট সিরিজ খেলছে ভারত। এই সিরিজে বিশ্রামে রয়েছেন দলের অন্যতম ক্রিকেটার হার্দিক পাণ্ডে। আর এই সময়টা তিনি কাটাচ্ছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে যোগ দিয়ে।

পাণ্ডেকে পুলিশে দিয়েছিলেন পোলার্ড!

সম্প্রতি নিজ দেশের একটি টেলিভিশন চ্যানেলে ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স; নামের একটা অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন পাণ্ডে। সেখানে জীবনের বিচিত্র এক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এই ভারতীয় ক্রিকেটার জানান, একবার তাকে পুলিশে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কাইরন পোলার্ড!

Also Read - 'কিন্তু এটা জঘন্য উইকেটও না!'

ঘটনা খোলাসা করে বলেছেন পাণ্ডে নিজেই। তিনি বলেন, ‘যখন আমরা ওয়েস্ট ইন্ডিজ যাই, আমি তার সাথেই (পোলার্ড) বেশি সময় কাটিয়েছি। কিন্তু বুঝতে পারছিলাম না কী হচ্ছে। প্রথমে এক লোক এসে আমাকে ডেকে নিয়ে গেল।

আগন্তুক যখন পাণ্ডেকে ডেকে নেন, পাণ্ডের কাছের বন্ধু পোলার্ড তখন ছিলেন পাশেই! পাণ্ডে বলেন, ‘পোলার্ড আমার পাশেই দাঁড়িয়ে ছিল। কিন্তু সে যেন কিছু দেখলোই না। আমি প্রথমে কিছুটা শান্ত থাকার পর, ভয় পেতে শুরু করলাম।’

তবে ঘটনা যে পোলার্ডের সাজানো আর নিছক মজা করেই করা, সেটি পাণ্ডে বুঝতে পারেন একটু পরপরই। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘হঠাৎ খেয়াল করলাম লোকটি তার হাতের টেলিফোনটা উল্টো করে ধরে আছেন। তখন আমি পোলার্ডকে জিজ্ঞেস করলাম- কী হচ্ছে! সে হেসে দিল।’

এরপর পাণ্ডে পোলার্ডের প্রতি বিশ্বস্ততা প্রকাশ করে বলেছিলেন- ‘দেখো পলি (পোলার্ড), আমি জানি তুমি পাশে থাকলে আমার কোনো বিপদই হবে না। আমি তোমার শহরেই আছি।’

২৪ বছর বয়সী পাণ্ডে ভারত জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩টি টেস্ট, ২৯টি ওয়ানডে ও ২৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। ২০১৬ সালে সীমিত ওভারের ক্রিকেটে যাত্রা শুরুর পর চলতি বছর মর্যাদার টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার।

আরও পড়ুনঃ বড় জয়ে শেষ চারের লড়াইয়ে টিকে রইলো নাসিররা

Related Articles

উইন্ডিজ সিরিজে থাকবেন মুস্তাফিজ?

লর্ডসে ভালো করতে চান তামিম

তিন বছর পর ডাক পেলেন ডেভন স্মিথ

গুলিতে প্রাণ হারালেন ধনঞ্জয়া ডি সিলভার বাবা

উইন্ডিজ সফরের আগেই নতুন কোচ