SCORE

সর্বশেষ

‘পাপন সাহেব অনেক চালাক’

২০১৪ সালে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। দল যখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল, তখনই দায়িত্ব পান তিনি। নিজের প্রথম দুই অ্যাাসাইনমেন্টে ব্যর্থ হলেও তৃতীয় অ্যাসাইনমেন্টে ঠিকই সাফল্য পান। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

'পাপন সাহেব অনেক চালাক'

ওয়ানডে ক্রিকেটে একের পর এক সাফল্যের মুকুট পরেছেন তিনি। ওয়ানডের পাশাপাশি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা বধেও বড় অবদান রয়েছে বাংলাদেশ দলের এই সাবেক প্রধান কোচের। তাছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি-ফাইনালে উঠেছে তার অধীনেই। দল একের পর এক সাফল্য পেলেও ২০১৬ এর পর থেকে বিতর্ক পিছু ছাড়েনি তার।

Also Read - ধাওয়ানের পরিবারকে বিমানে উঠতে বাধা!

প্রত্যেক সিরিজেই তাকে ঘিরে কিছু না কিছু বিতর্কের সৃষ্টি হয়েছেই। তবে সর্বশেষ বিতর্কে নিজ থেকে বাংলাদেশ দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন চন্ডিকা। গুঞ্জন উঠেছিলো দক্ষিণ আফ্রিকা সফরে দলের ব্যর্থতা এবং দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মনমালিন্য হওয়ায় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও সমলোচনা করেছিলেন কোচের। তবে মূল কারণ জানার জন্য শেষবারের মতো বাংলাদেশে এসেছিলেন দলের এই সাবেক কোচ। সেখানে নাজমুল হাসান পাপন সহ উপস্থিত ছিলেন বিসিবির বেশ কয়েকজন কর্মকর্তাও।

সেই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। চন্ডিকার সঙ্গে বৈঠক শেষ হলে মিডিয়ার সামনে আসেন পাপন। হঠাৎ কোচের পদত্যাগ সম্পর্কে জানিয়েছিলেন, এই দলকে কিছু দেওয়ার নেই এবং দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে মনমালিন্যে পদত্যাগ করেছেন চন্ডিকা।

তাছাড়াও দক্ষিণ আফ্রিকা সফরের আগে টেস্ট ক্রিকেট থেকে ৬ মাসের বিশ্রাম চেয়েছিলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার মতো গুরুত্বপূর্ণ সিরিজে সাকিবের অনুপস্থিতি নাকি মানতে পারেননি চন্ডিকা, যার কারণে দলের দায়িত্ব ছেড়েছেন তিনি। তবে পাপনের এই মন্তব্যের সঙ্গে সহমত হননি হাথুরুসিংহে।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তার পদত্যাগ প্রসঙ্গ উঠে আসলে, বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনকে ‘চালাক ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করেন চন্ডিকা হাথুরুসিংহে। তাছাড়াও সাকিবের অনুপস্থিতির কারণে দলের দায়িত্ব ছাড়েননি সেটিও জানান বাংলাদেশ দলের এই সাবেক কোচ।

“এটা সত্যি নয়। নাজমুল হাসান পাপন সাহেব অনেক চালাক এবং অনেক বুদ্ধিমান একজন লোক। সে অবশ্যই অন্য কোন উদ্দেশ্য নিয়ে এটির ব্যবহার করেছে। আমি দেখেছি, সাকিবকে বর্তমানে টেস্ট অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। উনি (পাপন) অবশ্যই অন্য কোন কারণে এসব বলেছে। এসব ব্যাপার সামলানোর ক্ষেত্রে অনেক বুদ্ধিমান তিনি।”

আরও পড়ুনঃ ধাওয়ানের পরিবারকে বিমানে উঠতে বাধা!

1 of 1

Related Articles

বল টেম্পারিং ইস্যুতে নিষিদ্ধ হাথুরুসিংহে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরছেন ম্যাথিউস, শঙ্কায় চান্দিমাল

৭ জুলাই যোগ দিচ্ছেন ম্যাকেঞ্জি

গুরুতর অপরাধে অভিযুক্ত হাথুরুসিংহে

হাথুরুসিংহেদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ!